రి8 উদ্ভিদ তত্ত্ব। ৩। পুষ্প-সন্নিবেশ’ –যে সকল গাছের ফুল হয় তাহাদের কাণ্ডের বা শাখার নিম্নাংশে পাতা থাকে এবং উদ্ধাংশে ফুল হয় ; এই দুই অংশকে যথাক্রমে পত্রদেশ” এবং পুষ্পদেশ • বলা যাইতে পারে (প, পু, ৪৯ সংছবি )। পত্রদেশ হইতে শাখাপ্রশাখা সমূহ প্রসারিত হয় এবং উহাদের গায়ে পাত সাজান থাকে। এই শাখা প্রসারণ পদ্ধতি এবং পত্র-সন্নিবেশ পদ্ধতি এই পরিচ্ছেদের প্রথমেই বর্ণীত হইয়াছে। পুষ্প দেশেও ঐরূপ শাখাপ্রসারণ পদ্ধতি বিরাজিত । পুষ্প দেশের শাখাপ্রসারণ পদ্ধতির নাম পুষ্প-সন্নিবেশ। পত্র দেশে শাখাপ্রশাখা সমূহ পত্রকোণ হইতে নির্গত হয়, সেইরূপ পুষ্পদেশেও শাখাপ্রশাখা সমূহ পত্রকোণ হইতে নির্গত হয় তবে এই দেশের পত্র সাধারণ পত্র অপেক্ষ ক্ষুদ্র হয় এবং নানা প্রকার বর্ণের হয়—এই দেশায় পত্রকে পুষ্প দেশায় পত্র বা মুখপত্র" বলা যায় (ক ৪৯ সংছবি ) । পুষ্পদেশের শাখাপ্রশাখা প্রসারণ পত্রদেশীয় শাখাপ্রশাখা প্রসারণনিয়মাধীন এবং তদনুযায়ী দুই প্রকারের, যথা— ক্রমোচ্চগামী । ক্ষণোচ্চগামী । ক্রমোচ্চগামী পুষ্প-সন্নিবেশ —এই প্রকার পুষ্প-সন্নিবেশে পুষ্পদেশায় কাণ্ডের উৰ্দ্ধগতি অবারিত এবং মুখপত্র কোণ হইতে এই দেশায় কাণ্ডের উভয় পার্থ হইতে শাখা প্রসারিত হয় এবং উহারা পুষ্প বহন করে ( ৪৯ সংছবি ) । ঐ শাখাগুলিকে পুষ্পবৃত্ত ও বলে। পুষ্পদেশীয় কাণ্ডের নিম্নাংশের ফুলগুলি প্রফুটিত এবং উদ্ধাংশের ফুলগুলি আধফুটন্ত বা অফুটন্ত এবং কাণ্ডশীর্ষের ঠিক নিচের স্কুলটি কুড়ি মাত্ৰ-অৰ্থাৎ, নিম্নতম ফুলটি প্রফুটিত > 1 ***{f(x+–Inflorescence. & 1 *sūCo-Foliage-leaf region. o ow-i-Bract-leaf region. s Hoo-Bract. ¢ I ocêĦ «fts–Axis of inflorescence. • I offs—Flower stalk.
পাতা:উদ্ভিদ্ তত্ত্ব.djvu/৪৯
অবয়ব