পাতা:উদ্ভিদ্‌ তত্ত্ব.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ 8Ꮔ কোন কোন স্কুলে পরাগকোষাংশদ্বয়ের অনুবন্ধ দৃষ্ট হয়। ঐগুলি কোথাও উদ্ধদিকে সরু নলাকারে লম্বিত হয় (ক ৭৮ সংছবি) । এই প্রকারের ক 차 히 ৭৮ সংছবি ৭৯ সংছবি ৮০ সংছবি পরাগকোষ পাকিলে ঐ লম্বমান নলের শেষ ভাগ বিদ্ধ হয় এবং সেই ছিদ্র হইতে পরাগ বাহির হয়। কোথাও বা ঐ অনুবন্ধগুলি পরাগকোষাংশদ্বয়ের নিম্নাংশে লাঙ্গুলাকারে লম্বিত দেখা যায় (গ ৭৮ সংছবি )। কোন কোন ফুলে স্বত্রেরও অনুবন্ধ দৃষ্ট হয়। স্থত্রের উদ্ধাংশ লাঙ্গুলাকারে উদ্ধদিকে লম্বিত হয় (গ, ৭৮ সংছলি ) । ইহা করবী ফুলের কেশরে দেপিতে পাওয়া যায় । কোন কোন বদ্ধ-পুষ্পপতাকা বিশিষ্ট ফুলে পরাগকোষগুলি পরস্পর গায়ে গায়ে সংযুক্ত থাকে। ইহা গাদা ফুলে দেখিতে পাওয়া যায় (৭৯ সংছবি)। সাধারণতঃ পরাগকোষের দুইটি গোলাংশ থাকে। কিন্তু কোন কোন স্তলে হইরে ব্যতিক্রম দেখা যায়। জবা ফুলের পরাগকোষ দেখিতে মূত্রাশয়েরস্থায় এবং তাহার একটিমাত্র গোলাংশ থাকে (৮০ সংছবি )। ঘাস জাতীয় ফুলে পরাগকোষ বিচিত্র ভাবে স্থত্রের সহিত সংযুক্ত থাকে । স্বত্র পরাগকোষের পৃষ্ঠদেশের মধ্যভাগে সংলগ্ন থাকে এবং ঐ পরাগকোষ স্বত্রের উপর দুলিতে থাকেও ( ৮১ সংছবি ) । > 1 offs; ofto–Edge to edge. s 1 Unt-TR sta–Kidney-shaped or Reniform. ৩ । স্থত্রের উপর দুলিতে থাকে—Versatile.