পাতা:উদ্ভিদ্‌ তত্ত্ব.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Ե- উদ্ভিদ তত্ত্ব পরাগকোষ পাকিলে উহ নানাপ্রকারে ফাটিয়া যায় এবং সফল জাতীয় ফুলে ফাটিবার প্রণালী সমান নহে। সাধারণতঃ পরাগকোষ লম্বভাবে ফাটিয়া যায়। কোন কোন স্থলে উহাদের উদ্ধাংশ বিদ্ধ হইয়া যায় এবং কোন কোন স্থলে পরাগকোষের গোলাংশদ্বয়ের গাত্রে গবাক্ষের দ্যায় ছিদ্র হয় (৮২ সংছবি) ইহা ডালচিনি, তেজপাত প্রভৃতির ফুলে দেখিতে পাওয়া যায়। ক 히 ৮১ সংছবি ৮২ সংছবি (৪) বীজকোষ—ইহা ফুলের মধ্যস্থলে অবস্থিত। ইহার তিনটি অংশ আছে—ডিম্বকোষাধার, শৃঙ্গ ও শৃঙ্গদ্বার ( ৫ সংছবি ) কোন একটি নির্দিষ্ট ফুলের প্রথম তিনটি থাকের ---পুপকোষ, পুষ্পপতাকা ও কেশরস্তবক—প্রত্যেকটির পুষ্পাংশ সংখ্যা সমান—অর্থাৎ, যতগুলি পাপড়ি ততগুলি পুষ্পদল ও ততগুলি কেশর। কিন্তু এই অংশ সংখ্যার সামঞ্জস্ত বীজকোষে সকল ফুলে দৃষ্ট হয় না। পূৰ্ব্বেই বলিয়াছি যে বীজকোষ বিকৃত পত্র বিশেষ। মনে করা যাউক যে একটি পাতা মধ্যশিরার উপর লম্বালম্বি ভাজ করা হইয়াছে (৮৩ সংছবি ) এবং পত্রফলকের প্রাস্তরেখাদ্বয় গায়ে গায়ে জুড়িয়া দেওয়া হইয়াছে। এইরূপে একটি পাতার ঘর প্রস্তুত হইল। এইবার মনে করা যাউক যে ঐ মধ্যশিরার > I oweto-Longitudinally. R 1 Porous dehiscence by apical pores. vo į Valvular dehiscence.