পাতা:উদ্ভিদ্‌ তত্ত্ব.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6 о উদ্ভিদ তত্ত্ব । বীজপত্র সস্তৃত-বীজকোষের ভিতরে একটি মাত্র ঘর থাকে এবং পূৰ্ব্ব বণীত সংযুক্তবীজপত্রফলকপ্রান্তরেখায় ডিম্বকোষগুলি সজ্জিত থাকে। যে ফুলের বীজকোষ একাধিক বীজপত্র সস্তুত হয় তাহার বীজপত্রগুলির সংখ্যা সাধারনতঃ অপর তিনটি থাকের পুষ্পাংশগুলির সংখ্যার সমান হয়— অর্থাৎ ঐ ফুলের যতগুলি পাপড়ি, ততগুলি পুষ্পদল, ততগুলি কেশর এবং ততগুলি বীজপত্র থাকে। বীজপত্রগুলি পরস্পর সংযুক্ত থাকে এবং তাছাদের সংখ্যা শুঙ্গ বা শুঙ্গদ্বার গুলির সংখ্যাণ্ডার নিণীত হয়। এই প্রকারের কোন কোন বীজকোষের শৃঙ্গগুলি সম্পূর্ণ বা আংশিক ভাবে পৃথক থাকে। যে স্থলে শৃঙ্গ গুলিও সম্পূর্ণভাবে সংযুক্ত থাকে সে স্থলে বীজপত্র সংখ্যা নির্ণয় করিতে হইলে ডিম্বকোষাধারটি ছুরির দ্বারা এড়ো এড়ি কাটিতে হয় ( ৬ সংছবি ; এইরূপে কাটিলে যতগুলি সংযুক্ত বীজপত্র দ্বারা ঐ বীজকোষ প্রস্থত হইয়াছে সাধারণতঃ ততগুলি ঘর দেখিতে পাওয়া যায়। এইরূপে দেখা যাইতেছে লে বেগুনকুলের বীজকোষ দুইটি বীজপত্র সস্তৃত; এ স্থলে পুষ্পাংশগুলির সংখ্যার সামঞ্জস্য চারিটি থাকে রক্ষিত হয় নাই কারণ ইহার অপর তিনটি থাকের পূম্পকোষ, পৃপপতাকা ও কেশরস্তবক—প্রত্যেকটির পুপাংশসংখ্যা—পাচ। কোন কোন ফুলের বহুধীজপত্র সস্তৃত-বীজকোষের বীজপত্রগুলি পরস্পর সংযুক্ত না হইয়া পৃথক ভাবে থাকে ইহা আতা, চাপা প্রভৃতি ফুলে দেখা যায় (ব, ৮৭ সংছবি ) । ৮৫ সংছবি