পাতা:উদ্ভিদ্‌ তত্ত্ব.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(to উদ্ভিদ তত্ত্ব । সরু হয় ও তথা হইতে শৃঙ্গ লম্বিত হয়। কিন্তু অঁাবের ফুলের বীজকোষের শৃঙ্গ একপাশে থাকে (শ, ৮৮ সংছবি)। বীজকোষের ডিম্বকোষাভ্যস্তরস্থিত ডিম্বকোষগুলি দেখিতে ডিম্বাকার ও বিশেষ কোন বর্ণহীন । সকল ফুলের বীজকোযে ডিম্বকোষের সংখ্যা সমান নহে । কোন ফুলের বীজকোষে বহু ডিম্বকোষ থাকে এবং কোন ফুলের বীজকোষে একটিমাত্র ডিম্বকোষ থাকে । যন্ত্রবিশেষদ্বারা 2 একটি ডিম্বকোষ লম্বভাবে - কাটিলে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখিতে পাওয়া যায় যে ডিম্বকোযের দুইটি আচ্ছাদন আছে ( ব, অ, ৮৯ সংছবি ) ; এই দুইটি আচ্ছাদনের মধ্যে একটি অতি সরু রন্ধ ও আছে ( র, ৮৯ সং ছবি ), এবং আচ্ছাদনৰ্দ্ধয়ের ভিতরে একপ্রকার শাসাল’ পদার্থ আছে (স, ৮৮ সং ছবি ) এবং ঐ পদার্থের ভিতর ডিম্বযান প্রোথিত আছে ( ড, ৮৯ সং ছবি ) । এই ডিম্বযানের ভিতর ডিম্ব = স্বাক্ট হয় । পূৰ্ব্বে বলা হইয়াছে যে পরাগরেণু শৃঙ্গদ্বারে পড়িলে একপ্রকার লাঙ্গুল স্বজন করে। ঐ লাঙ্গুল শৃঙ্গের ভিতর দিয়া ডিম্বকোষাধারে প্রবেশ করে ও তত্ৰস্থ ডিম্বকোষের রন্ধের ভিতর দিয়া প্রবেশ করিয়া ডিম্বযানাভ্যন্তরজ ডিম্বের সহিত সন্মিলিত হয় ( ৯০ সং ছবি ) । ইহার পর হইতে বীজকোষ বৰ্দ্ধিত হইতে থাকে এবং উহার ভিতর নানা প্রকার সুস্বাছ আহাৰ্য্য দ্রব্য সঞ্চিত হইতে থাকে। এই বৰ্দ্ধিত বীজকোষেরই নাম ফল । বীজকোষ বৰ্দ্ধিত হইবার সময় উহার শৃঙ্গ খসিয়া যায়—ডিম্বকোষাধারটি মাত্র বৰ্দ্ধিত হইয়া ফল হয় এবং উহার অভ্যস্তরস্থিত উৰ্ব্বরীকৃত ডিম্বকোষগুলি বদ্ধিত হইয়া বিচি হয়। s 1 wyfäC•R–Microtome. & I wroto–Longitudinally. o i * —Micropyle. 8 i *ptta •iwt*–Nucellus. a , fùwwfA-Embryo sac. ® I fùw—Ovum. a 1 Š©ïîæv–Fertilised.