পাতা:উদ্ভিদ্‌ তত্ত্ব.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qb" উদ্ভিদ তত্ত্ব আকন্দ ফুলের বিচি ( ৯৫ সংছবি ) । এই প্রকারের বিচি গাত্রস্থ সুতার গুচ্ছের সাহায্যে বাতাসে উড়িয়া যায় ও নানাস্থানে পড়িয়া গাছ হয় এবং এইরূপে কোন এক প্রকারের গাছ—যথা, আকনা বা তুলার গাছ—পুথিলীর নানা স্থানে ছড়াইয়া পড়ে। এইবার পুষ্পাংশ সমূহের সন্নিবেশের বিষয় সংক্ষেপে বলিয়৷ এই পরিচ্ছেদ সমাপ্ত করিল। পূৰ্ব্বেই বলিয়াছি যে পুপাংশ সমূহ –পাপড়ি, পুপদল, কেশর ও বীজকোষ-বিকৃত পত্র বিশেষ। পাপড়ি ও পুপদল যে বিকৃত পত্র তাহ সহজেই বুঝিতে পারা যায় ; কারণ পাপড়ি গুলি দেখিতে সবুজ ও আকৃতিতেও সাধারণ পাতার মত কেবল আয়তনে ছোট ; পাতায় যেরূপ শিরা থাকে