পাতা:উদ্ভিদ্‌ তত্ত্ব.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ । © পাপড়িতেও সেইরূপ শিরা থাকে ; পুষ্পদলেও শিরা থাকে কিন্তু ইহা পাপড়ি অপেক্ষ অধিক পাতলা ও রং সবুজ নহে। কেশর ও বিকৃত পত্র-পত্রের সহিত যদিও ইহার কোন সাদৃশ্য নাই তথাপি মুন্দর সুন্দর দৃষ্টান্ত আছে যাহাতে স্পষ্টই বুঝিতে পারা যায় যে ইহাও অত্যন্ত বিকৃত পত্র। বীজকোষ ও বিকৃত পত্র তাহ পূৰ্ব্বেই সপ্রমাণ হইয়াছে ( ৪৪ পৃষ্ঠা )। কাণ্ডে যেরূপ পত্র সজ্জিত থাকে ফুলেও পুষ্পাংশ সমূহ সেইরূপ বৃন্তের উপর সজ্জিত থাকে । মনে করা যাউক একটি কাণ্ডে চারি থাক পাতা বৃত্তাকার ভাবে সজ্জিত আছে এবং কী গুটি চতুর্থ থাকের পাতায় শেষ হইয়াছে—অর্থাৎ, চতুর্থ থাকের পাতাগুলি কণগুশিরে অবস্থিত (৯৬ স°ছবি)। BB SB BBBSB BBBB SBBB BBB BBBB SB BBB ড—ডিম্বকোষাধার ; শ-৩টি শৃঙ্গ ও শৃঙ্গদ্বার ।