পাতা:উদ্ভিদ্‌ তত্ত্ব.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পরিচ্ছেদ । উদ্ভিদ-কঙ্কাল বিজ্ঞান । জীব সম্বন্ধে আমাদের ধারণা এই যে উচ্চ হস্ত, পদ, মুখ প্রভৃতি অবয়বাদি বিশিষ্ট জীবিত পদার্থ। কিন্তু এই ধারণা ভ্রান্তিমূলক । আমরা যাহাকে জীব ললি তাহ প্রকৃতপক্ষে লক্ষ লক্ষ জীবের সমষ্টি মাত্র । একখানি ইষ্টক নিৰ্ম্মিত বাড়ী যেরূপ বহু ইষ্টক উপযুপিরি সজ্জিত হইয়া প্রস্থত হয় সেইরূপ জীবদেহ ও ক্ষুদ্র ক্ষুদ্র বহু জীব উপযুপিরি একত্রে সজ্জিত হইয় গঠিত হয় । জীবদেহ গঠনকারি ঐ ক্ষুদ্র ক্ষুদ্র জীবের নাম জীবানু” । এই ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য জীপান্ত নানা প্রকারে সজ্জিত হইয়া উদ্ভিদের দেহ গঠন করে ; কতকগুলি একত্রিত হইয়া উদ্ভিদের কাণ্ড গঠন করে এবং কতকগুলি ভিন্ন প্রকারে সজ্জিত হুইয়া পত্ৰ গঠন করে । এই জীবানু সমূহ অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেপিতে পাওয় যায়। মৌমাছির চাকে যেরূপ ঘর থাকে ঐ জীবান্তসমৃঙ্গ দেপিতে সেইরূপ । কোন একটি অস্কুরের কাণ্ড এড়ো এড়ি কাটিয়া কর্হিত উপরি ভাগ হইতে ধারাল ক্ষুর দ্বারা একখণ্ড অতি পাতলা টুকর; এড়ো এড়ি কাটিয়া লইয়। অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখিলে ১০২ সংছবিতে অঙ্কিত চিত্রেব দ্যায় দেখায় । > efoot-of fossa–Plant histology. & #ftly—Cell. &