পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বর্গের সংগ্রাম । 33 করিয়াছ ; তাহারা যেমন বৈরাগ্য-ব্রত, এবং ইন্দ্রিয়-সংযম দ্বারা ভব-জ্বালা হইতে নিস্তার পাইয়াছিলেন, তোমরাও সেইরূপ শুদ্ধচিত্ত এবং নিৰ্ব্বিকার হইবার জন্য প্রাণপণ যত্ন করিতেছ; তোমাদের এ সকল চেষ্টা কদাচ নিষ্ফল হইতে পারে না। তোমরা যাহাদিগকে এত ভালবাস, তাহারা কৃতঘ্ন দুরাত্মা নহেন। তাহারা সৰ্ব্বদাই তোমাদের সহায় হইয়া রহিয়াছেন। যখন বাহিরের সকলেই তোমাদের প্রতিকুল, যখন তোমরা ধনহীন হইয়া কত কষ্ট পাও এবং তোমাদের বন্ধু বান্ধবও তোমাদের শক্র হয়, তখন ঐ পরলোকগত স্বৰ্গীয়েরা তোমাদিগকে আশীৰ্ব্বাদ করেন। যখন ঘোর পরীক্ষার সময় দীনবন্ধু, দীনবন্ধু বলিয়া তোমরা চীৎকার কর, তখন দীনবন্ধু কি তোমাদের প্রতি কঠোর ব্যবহার করিতে পারেন ? স্বর্গ কি লৌহনিৰ্ম্মিত, স্বর্গ কি পাষণ্ড যে, যাহারা স্বর্গের জন্য প্রাণ উৎসর্গ করিয়াছে তাহাদিগের প্রতি স্বর্গ নির্দয় থাকিবেন ? তোমরা কেন মনে করিতেছ, তোমাদের কেহ নাই ? ঐ যে স্বর্গের দেবাত্মারা তোমাদিগের বন্ধু, তোমাদিগের পরম সহায় । তাহাদিগকে স্মরণ করিয়া তোমরা যত বিন্দু প্রেমাশ্র এবং ভক্তির অশ্রু নিক্ষেপ করিয়াছ, সে সমুদয় স্বর্গে সঞ্চিত রহিয়াছে। তাহার স্বর্গে ভ্রাতৃভাবের রাজসভা করিয়া বসিয়া আছেন। সেই রাজসভা হইতে র্তাহারা তোমাদিগকে দেখিলেন, তোমাদের মনের সাধ বুঝিলেন ; প্রেমরাজ্য রচনা করিবার জন্য তোমরা জন কত লোক প্রস্তুত, ইহা স্বর্গ দেখিতে পাইয়াছেন। শত্রুরা আসিয়া বারম্বার ঐ প্রেমরাজ্য ভাঙ্গিতেছে, আর তোমরা উহা গড়িবার জন্ত প্রাণপণ যত্ন করিতেছ, স্বর্গ ইহা জানিতেছেন। তোমাদের এই তত্ত্ব অধ্যাত্ম তাড়িত যোগে সপ্তস্বর্গ, সহস্ৰ স্বর্গ অতিক্রম করিয়া চলিয়া গেল। পবিত্ৰাত্মাগণ বলিলেন, সাজ সমরে। পবিত্ৰাত্মার পবিত্র নর নারীর মনের ভাব বুঝিলেন। বিশ্বাসের শাস্ত্র হাতে লইয়া,