পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

さく উপদেশ । , যুদ্ধ সজ্জা করিয়া স্বর্গ হইতে এক এক জন বীর পুরুষ নামিয়া আসিলেন । কেহ ধৈৰ্য্য, কেহ ক্ষমা, কেহ প্রেমের জীবন্ত দৃষ্টান্ত। কেহ অনুতাপের অশ্রু বিসর্জন করিতে করিতে, কেহ বৈরাগ্যের বিভূতিতে সজ্জিত হইয়া, কেহ ক্ষমার শাস্ত্র বলিতে বলিতে পৃথিবীতে অবতরণ করিলেন। পৃথিবীতে অবতরণ করিয়া তাহারা বলিতেছেন, ব্রাহ্মগণ, তোমাদের উৎসবের অগ্রের রাত্রে আমরা তোমাদের হৃদয়দ্বারে আঘাত করিতেছি, তোমরা উৎসবের অন্ন আমাদের সঙ্গে বিভাগ করিয়া খাও । আমাদের আনন্দ শান্তি তোমাদের হউক! আমরা তোমাদের দ্বারপাল হইয়া দাড়াইলাম। এই দ্বারে অমুক ধৰ্ম্মবীর, ঐ দ্বারে অমুক ধৰ্ম্মবীর, তোমাদের প্রহর হইলেন। যাহারা ব্রহ্মতেজে মহাতেজস্বী, সেই আত্মা সকল তোমাদের রক্ষক হইলেন। এক এক জন এক একটি জলন্ত আলোকের ন্যায় শান্তি-খড়গ হস্তে লইয়া তোমাদের দ্বারে আসিয়া দাড়াইয়াছেন, সকলেরই মুখে সেই নিরাকার পরমপুরুষের মহাজ্যোতি প্রতিভাত, যিনি সেনাপতিদিগের সেনাপতি, যিনি পাপের বিরুদ্ধে ঘোরতর তুমুল সংগ্রাম করিতেছেন। একদিকে ঈশ্বরের সৈন্যগণ, অন্যদিকে অবিশ্বাস, অভক্তি। ঈশ্বরের যুদ্ধক্ষেত্রে রক্তপাত হয় না, সেখানে প্রেমপাত হয়, এবং শান্তি-নদী বহিয়া যায়। স্বৰ্গ তোমাদের জন্ত যুদ্ধ করিতে প্রস্তুত। স্বর্গের মহাত্মাগণ আমাদের সঙ্গে অন্নজল ভাগ করিতে প্রস্তুত। ইহাই স্বৰ্গরাজ্য, ইহাই ব্রাহ্মপরিবার, ইহাই মনুষ্য-আত্মার সন্মিলন ! এই সম্মিলনে মিলিত যাহার, যুদ্ধে জয়ী হন তাহারা। এই মঙ্গলময় ঈশ্বরের সৈন্যদলে প্রবেশ করিয়াছেন যাহার, তাহাদিগকে বধ করে কাহার সাধ্য ? যাহারা তাহাদিগকে বধ করিতে আসে তাহারাই পরিবৰ্ত্তিত হইয়া সেই দলভুক্ত হইয়া যায়। স্বৰ্গীয়ের আমাদের মন্দিরের প্রহরী হইলেন, তবে আমাদের আনন্দের অবধি