পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একজন আছেন । २४ যাইতে লাগিল, সে আরও কাদিতে লাগিল। সেই ছেলেকে গঙ্গাজলে দূর করিয়া দিতেছে, আর কাদিতেছে। তখন এই মনে আসিল, এই যে ছেলেটি মার কোল থেকে গঙ্গায় ভাসিল, আর কি কাহারও বুক নাই যেখানে এ আশ্রয় পাইবে ? এই ভাবিতে ভাবিতে মন কেমন হইয়া আসিল, চারিদিক ভরাট হইল, আলোকিত হইল ; দেখিলাম, যিনি সকলকে খুব ভাল বাসেন, তিনিই ছেলেটিকে বুকে নিলেন। তার পর মনে হল, সংসার এই রকম। এমন মা, তিনিও যাই ছেলের নিঃশ্বাস বন্ধ হইল, আর ছেলেকে জলে ভাসাইয়া দিলেন। হা! সংসার! তুমি এমনি । আমাদিগকেও ত এমনি করিয়া একদিন ভাসাইয়া দিবে। আমার চারি জন লোক আছে, যাহারা কাদিবে, কাদিবে আর ভাসাইয়া দিবে। দুই তিন দিন কাদিবে, পরে ভুলিয়া যাইবে। একথা মনে হইলে, প্রাণ কেমন করে। এই ভাবিতে ভাবিতে, কে যেন বলিল, তোর মা ভাই বোন ভুলিবে, স্ত্রী ভুলিবে, কিন্তু একজন ভুলিবে না, সে কেবল আমি। তার পর থেকে যখনি গরিব লোকের ছেড়া মাত্র ঢেকে কাহাকেও লইয়া যায়, ঐ কথা মনে হয়, না হয় আমাকে ভাল বিছানাই দিলে, তবু ত এইরূপ করিয়া লইয়৷ যাইবে । একজন আছেন, বন্ধুরা বলেন, তাহাকে দেখিতে পাওয়া যায়। তাহাকে ভালবাসিতে হয়, র্যাকে মনে হইলে চক্ষের জল রাখিতে পারি না । মা দুর্গ, আমি কিছু বলি না, আমি বলি একজন আছেন। ভয়ানক রাত্ৰিতে মরিবার ভাবনা ভাবিলে, স্বেরূপ ভয় গাম্ভীৰ্য্যে চারিদিক পূর্ণ হয়, সেইরূপ দেখিতে হয় ; কি বলে বলিতে হয় আমি জানি না, ঐ যেন কে, ঐ বেন সেই মূৰ্ত্তি। যখন অসময়ে সকলে ভুলিবে, ধনী গরিবের যখন একদশা হবে, তখন আর কেহ থাকিবে না, কেবল তিনি থাকিবেন, যিনি বলিয়াছেন,