পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩ উপদেশ। । ہی ہمسج ---- “কেবল আমি থাকিব ।” ভাই দেখ, মরিবার ভয় বড় ভয়। আবার মরণই সব নয়, মরিবার পূৰ্ব্বে যদি আপনার সন্তান মরে, স্ত্রী মরে তাহা হইলে দশা হইবে কি ? লোকে অপমান করিল, আফিসে মনিব লাথি মারিল, সে কথা কাকে বলি ? বিধবা মা আছেন যদি তারে হারাই। এই যে ভক্তিনদীর কথা শুনিলাম, আমার ত ভক্তি নাই, আমি আর । এক রকম দেখিয়াছি, তার এপার ওপার নাই। সে নদীর ওপারে কিপ্রকারে যাইব, তোমরা ব্ৰহ্মজ্ঞানী বল। রসে রসে দাড়াও! আর একজন বলিয়াছিলেন, তোদের কড়ি নাই। তোরা আয়, ভব নদীর পারে যাবি ত আয় ! এমন চারি জন লোক আছেন র্যাহারা পারে গিয়াছেন, কিন্তু তাহাদের মন রাখিয়া গিয়াছেন। ধৰ্ম্ম মার মতন অথবা মাঝির মতন । তারা মরেছেন বল্লে কে ? তারা যেখানে আছেন, সেখানে লইয়া যাইবার জন্য ধৰ্ম্ম আছেন। যখন মা আর বাছা বলে না, ছেলে বাবা বলে না, হে ধৰ্ম্ম, তুমি আমার নিকটে এস, শুনেছি যে, তুমি যে অস্ত্রীক তাকে স্ত্রীর মত যত্ন কর, যার মা নাই, তাহাকে মার স্নেহ দেখাও। যেখানে চৈতন্য আছেন, ঈশা আছেন, নারদ আছেন, সকল ঋষিরা আছেন, সেখানে আমাকে লইয়া যাও। ধৰ্ম্ম, তুমিই ঈশ্বর, তুমিই ইহকাল, পরকাল। হে ধৰ্ম্ম, যাহার কেহ নাই তুমি তাহার সর্বস্ব। হে ধৰ্ম্ম, হে বাপ, হে মা ! যাহাদের কেহ নাই, যাহারা কাঙ্গাল, তাহাদিগকে আশ্রয় দাও । সকলে টাকা টাকা বলিয়া খাটিয়া মরিল, তোমায় চিনিল না। তুমি ভবসাগরের কুলে, তুমি ভক্তিসাগরের কুলে, তুমি সকলকে উদ্ধার কর ।