পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্রহ্মবিদ্যালয় । বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৮০১ শক ; ১৫ই জানুয়ারি, ১৮৮০ খৃষ্টাব্দ । ব্ৰহ্ম যেমন এক, ব্রহ্মবিদ্যাও তেমনি এক। পরমাণুবাদ প্রভৃতি দ্বারা বিজ্ঞান নানা ভ্রম সমুপস্থিত করিয়াছে। ইন্দ্রিয়-প্রত্যক্ষ, ভাবোৎপাদন, এবং বিশ্বাস এই তিন মনুষ্যে প্রধান। বিশ্বাস সৰ্ব্ব শ্রেষ্ট। আমরা সৰ্ব্বত্র শক্তি অনুভব করি, এই শক্তির বিদ্যমানত কেহ অস্বীকার করিতে পারে না, যত শক্তি আছে তন্মধ্যে ইচ্ছাশক্তি সৰ্ব্ব প্রধান। ঈশ্বরে ইচ্ছাশক্তি আমরা অবলোকন করিয়া থাকি, ইহাই ব্রহ্মবিদ্যার মূল। ാ:്