পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শক্তিচক্র । Nび@。 সাগরকে কর্ষণ করে, গ্ৰহতারাদিগকে গণনা করে, পৃথিবীতে স্বীয় রাজ্য সংস্থাপন করে। জড় শক্তি ইহার হস্তে যন্ত্রমাত্র, সেবকমাত্র। জড় শক্তি ইহার অধীনতা স্বীকার করে। শক্তিই বা কি আশ্চৰ্য্য! ইহাতে সমস্ত জীব জগৎ একত্রিত হইয়া রহিয়াছে । জড়ের পক্ষে যোগাকর্ষণ যাহা, জীবের পক্ষে প্রেমাকর্ষণ তাহ । ইহার শক্তিতেই সামাজিক ও পারিবারিক সম্বন্ধে দাম্পত্য, পিতৃভক্তি, সন্তান-বাৎসল্য, বন্ধুতা, পরোপকার প্রভৃতি সমুৎপন্ন ও সংরচিত হয়। স্নেহের শক্তি জড়ের বাধাকে অগ্রাহ করে ; দেশকালের ব্যবধানকে অতিক্রম করে, জ্ঞান বুদ্ধি বিবেচনার উপর আপনার কর্তৃত্ব সংস্থাপন করে। হৃদয়ের পরাক্রম অজেয় । ইচ্ছার এবং চরিত্রের পরাক্রমও সেইরূপ । যে ক্ষমতা এবং বীরত্ব রাজাদিগের হস্তে দেখিতে পাওয়া যায় না, যে শাসনশক্তি যোদ্ধাদিগের নাই, সেই বীরত্ব ও সেই প্রতাপ স্বচরিত্র ব্যক্তির হস্তে অবস্থিতি করে । অতএব এই দ্বিতীয় শক্তিচক্রের প্রভাব জড়শক্তি অপেক্ষ অধিক বই আর নূ্যন নহে । কবিগণ কবিতা সমাপ্ত করিয়া কালগ্রাসে পতিত হইলেন, পণ্ডিতগণ বিজ্ঞানক্ষেত্রকে আবিষ্কার করিয়া সংসার হইতে প্রস্থান করিলেন, পরোপকারী ধাৰ্ম্মিকগণ সুনীতি এবং হুচরিত্রতা প্রদর্শন করিয়া স্বধামে চলিয়া গেলেন, কিন্তু র্তাহাদিগের আত্মনিহিত শক্তি জগতে রহিয়া গেল । জ্ঞানীদিগের জন্ম হয় ও মৃত্যু হয়, মহাত্মাদিগের আবির্ভাব হয় ও তিরোভাব হয়, মানবীয় মহত্ত্বের হ্রাস হয় ও বৃদ্ধি হয়, কিন্তু সংসারে জ্ঞান, প্রেম, ভাব ও বিবেকশক্তির হ্রাস বৃদ্ধি হয় না । জ্ঞানশক্তি, প্রেমশক্তি, নীতিশক্তি, বিধিব্যবস্থা, বিদ্যা, হিতৈষণা ধৰ্ম্ম, ইহারা নিত্য, অক্ষয় ও সৰ্ব্বকালব্যাপী । এই শক্তিসকল চক্রাকারে ক্রমাগত ঘুরিতেছে। জড়ময়ী শক্তিচক্র ও চিন্ময়ী শক্তিচক্র, এই চক্রদ্বয়ের উপরে বিশ্বসংসার আরোহণ করিয়া