পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শক্তিচক্র । ৩৭ বিশাল বিচিত্র প্রেম, মানবের কোমল হৃদয়ের নিকট আত্মপ্রকাশ করে । বাহিরের শোভা, ভিতরের শোভা এক হইয়া যায়। স্বষ্টির নিয়ম বিবেকস্থিত ধৰ্ম্মনিয়মে পরিণত হয়। মনুষ্য নিজের প্রকৃতির ভিতর যে অদ্ভূত শক্তির হস্তাক্ষর দেখে, সমুদয় ব্রহ্মাণ্ডের ললাটে সেই শক্তিরই হস্তাক্ষর দেখে, মনুষ্যাত্মা তাবৎ জড়প্রকৃতিকে ভগ্নী সম্বন্ধে সম্বোধন করে ; পৰ্ব্বত, নদী, উদ্যান, আকাশকে আত্মীয়রূপে চিনিতে পারে ও ইহাদের সকলের সঙ্গে কথোপকথন করে, সকলের পদতলে বসিয়া জ্ঞান ও প্রীতিতে ধৰ্ম্মশিক্ষা করে। এক অপার শক্তি প্রসারিত হইয়া, জড় চৈতন্য সকলকে ক্রোড়ে গ্রহণ করেন এবং সকলের ধাত্রী ও মাতৃস্বরূপে পূজিত হয়েন। সমুদয় স্বষ্টি এই অসীম, অপার, নিরাকার, চিন্ময়ী শক্তির ক্রোড়ে আরোহণ করিয়া নিত্যকাল ভ্রমণ করিতেছে। শক্তিচক্র আর কিছুই নহে, কেবল ঈশ্বরের ক্রোড়চক্র ।