পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 উপদেশ । রহিয়াছে। ইহা হইতে আমাদের পুনর্জন্ম হইল। এই বিচ্ছেদ হইতে সেই ধৰ্ম্ম উৎপন্ন হইবে, যে ধৰ্ম্ম সকল দেশের মুখ উজ্জ্বল করিবে। ঈশ্বরের কৃপায় এই বিরোধের যে পবিত্র ফল তাহ প্রস্থত হইবে ; ইহা আমার বিশ্বাস। র্তাহার হস্ত হইতে যে সত্যের বৃক্ষ উৎপন্ন হইয়াছে তাহা তাবৎ ভারতবাসীদিগকে খাদ্য দিবে, আমাদের এই বিশ্বাস, এই ভবিষ্যদ্বাণী। সেই বিশ্বাসের ধৰ্ম্ম আমাদের হইবে। ঈশ্বরের কৃপাবারি অভিষিঞ্চিত হইবে । সেই হৃদয়ভার পর্য্যালোচনা করিলে শোকসঞ্চার হয় ; কিন্তু যখন আবার তাহার কৃপা স্মরণ করি, তখন অশ্রমোচন করি, কারণ ঈশ্বর সত্যস্বরূপ ও আনন্দপূর্ণ। ৩৮ বৎসর যদি তিনি তাহার শিশুকে প্রতিপালন করিয়া থাকেন, তাহার অনুগ্রহে যদি নূতন ফল প্রস্থত হইয়া থাকে, তবে তাহার স্নেহ-চক্ষু তাহার উপর এখনও নিপতিত থাকিবে । যাহার জ্ঞান-স্বত্র ভূত ভবিষ্যৎ বৰ্ত্তমান, ত্রিকালকে আবদ্ধ করিয়া রাখিয়াছে, তাবৎ বিশ্বভার র্যাহার দক্ষিণ হস্তে, তিনি জানেন হৃদয়ভেদ হইতে শান্তি-প্রদ অমৃত প্রস্থত হয় কি না । আমাদের এই ব্রাহ্মসমাজ অন্ধের যষ্টি, ভারতের সম্বল। ভবিষ্যৎ উন্নতির জন্য র্তাহার কৃপার উপরেই আমরা নির্ভর করিতেছি । এই পরাধীন দেশের একমাত্র সম্বল ব্রাহ্মধৰ্ম্ম ; ইহাকে তিনি কখনও বিনাশ করিবেন না। আমরা দীপ্তশিরা হইয়া ব্রাহ্মসমাজের আশ্রয় গ্রহণ করিয়াছি ; সেখানে সেই ব্রহ্মকৃপা— কেবলমাত্র ব্রহ্মকৃপাই বিদ্যমান। যেরূপ ব্রাহ্মসমাজের বিষয়ে, সেইরূপ প্রতিজনের বিষয়ে। যদি কেহ দিবানিশি হাহাকার করিতে থাকেন তাহাকে বলিতে পারি, হে পাপাত্মা দীপ্তশির ভ্রাতঃ ! তোমার মলিনতা অপসারিত হইবে, কারণ ব্রহ্মকৃপা আমাদের সহায় । সেই ধৰ্ম্মাবহ ঈশ্বর স্বচক্ষে