পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেমের ধৰ্ম্ম । @ > না হইয়া মন উত্তপ্ত হয়। সাবধানে হৃদয়ঙ্গম কর, প্রেমের সঙ্গে আর আঘাতের সঙ্গে কোথায় যোগ ও কোথায় বিয়োগ। আমরা মনে করি, প্রেম মানে মিলিত হওয়া, মেষশিশুর ন্যায় হওয়া, মাট অপেক্ষা নীচু হওয়া, কৰ্দমের ন্তায় দলিত হওয়া। প্রেম একপক্ষে পুষ্প অপেক্ষাও কোমল ও চন্দ্র অপেক্ষাও শীতল ; অপর পক্ষে পৃথিবীতে যত ভয়ানক দৌরাত্ম্য ও বিপ্লব হইয়াছে, প্রেমের দ্বারাই হইয়াছে। স্বদেশ-হিতৈষণা যদি প্রবল হয়, স্বদেশের জন্য কে না রক্ত দেয় ? কেহ স্বাধীনতা হরণ করিলে শত সহস্ৰ লোকে সংগ্রাম করিয়া প্রাণ দেয়, এবং লোকের শ্রদ্ধা আকর্ষণ করে। তাহা অপেক্ষাও যদি নীচে টানিয়া আনি, যেখানে স্বামীর প্রতি স্ত্রীর ভালবাসা, সন্তানের প্রতি মাতার ভালবাসা, সেখানে যদি আনি, কি দেখিতে পাই ? নারী যে, সে ব্যাস্ত্রীর ন্যায়, সিংহীর ন্যায় শিশুকে রক্ষা করে। যে সকল জীব কোমল-স্বভাব, সন্তান-রক্ষার সময় তাহারাও তীব্র ভাব ধারণ করে। এক ভাব যেমন কোমলতা, অপর ভাব তেমনি ভীষণত। যথার্থ প্রেম যার জন্মিয়াছে, সে ব্যক্তি দুইয়েরই সমন্বয় করিতে শিখিয়াছেন। যেমন মার এমনই স্নেহ শিশুর উপর যে, তাহা বর্ণনা করা যায় না ; সেই স্নেহই সময়ে শিশুর উপর নিষ্ঠুর হইতে বাধ্য করে। প্রেমের ধৰ্ম্ম এই যাহারা ঈশ্বরের প্রেমে প্রেমিক হন, জগতের সতীর স্থান র্যাহারা অধিকার করেন, ভালবাসার স্থরা যাহাদিগের ধমনী হইতে ধমনীতে, শিরা হইতে রক্তে, রক্ত হইতে মস্তিষ্কে প্রবেশ করে, র্যাহার সেই সুরার দ্বারা অধিকৃত, র্তাহাদের মেজাজের ঠিক নাই। চন্দ্রের ন্যায়, শিশুর ন্যায়, নারীর ন্যায় এই শান্ত কোমল, আবার এমনই সিংহের ন্যায় লম্ফ, এমনই ভয়ানক গর্জন করিতে আরম্ভ করিলেন যে, লোকে দেখিয়া শুনিয়া স্তব্ধ হইয়া পড়িল। তাহদের এমন দশ হয় কেন? লোকে সকল