পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্ৰহ্ম-কৃপাহি কেবলং | & তোমার প্রতি দৃষ্টিপাত করিয়া থাকেন। এতদিন যদি মলিনত্ব ও দুর্গন্ধ সহ করিয়া থাক, ভ্রাতঃ! আর দিন কয়েক তিতিক্ষাকে ধারণ কর, অবশুই তোমার মঙ্গল হইবে। সেই কৃপাসিন্ধু, অনাথের নাথের ইচ্ছায় তোমার হৃদয় কখনও অপূর্ণ থাকিবে না। অতি কঠিন বস্তু তাহার সংস্পর্শে কোমল হয়, তোমার হৃদয়ও কোমল হইবে। কি আনন্দের সমাচার! আমাদের পাপ তাপ চলিয়া যাইবে, আমরা সেই জ্যোৎস্না সম্ভোগ করিব। অদ্যকার উৎসবদিবসে র্তাহার কৃপা এই আহলাদের সমাচার আনিয়া সমুদয় দীন দুঃখীকে বলিতেছে, তাহার কৃপা সকল স্থানে প্ৰজলিত হইতেছে। হে শ্রোত্রবান মনুষ্য! এই সময় যদি তুমি বধির হইয়া যাও, এই সমাচার শুনিয়া তুমি বধির হইও। হে দূরদেশাগত ভ্রাতৃগণ কিসের আকর্ষণে তোমরা এত দুরদেশে আসিয়াছ ? কিসের প্রত্যাশায় হে ভগ্নীগণ! তোমরা এই লোকালয়ে আসিয়াছ ? ভ্রাতৃগণ ! ভগ্নীগণ! তোমরা কি ঈশ্বরের জন্ত আইস নাই ? যে পাপ তাপ হইতে মুক্ত হইবে, যে যে মোহ কোন প্রকারে হৃদয় হইতে যায় নাই, তাহ চলিয়া যাইবে, এই জন্য কি আইস নাই ? ভ্রাতৃগণ ! যদি ইহার জন্য উপস্থিত হইয়া থাক, তাহা হইলে “ব্রহ্ম-কৃপাহি কেবলং” অন্তরের সহিত এই অমূল্য সত্য উপার্জন কর। এই সাম্বৎসরিক আর শীঘ্ৰ আসিবে না। কল্য হইতে এক বৎসর আবার আরম্ভ হইবে, কত লোক ইহলোক পরিত্যাগ করিয়া পরলোকে গমন করিবে, এই উৎসবের উৎকৃষ্ট ব্যবহার করিয়া লও ; উদাসীন হইও না। ভ্রাতৃগণ ! ভগ্নীগণ! অদ্য হইতে যেন সাধুপ্রতিজ্ঞ আমাদের হৃদয়ে প্রবেশ করে। এক বৎসর কি করিব ? যদি পরলোকে যাইতে হয়, তাহার কৃপাতরণী যেন লাভ করিতে পারি। ভ্রাতৃগণ ! কোমল হৃদয়া ভগ্নীগণ! এই শুভ সমাচার ভুলিও না,