পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অলৌকিকতা । \ు. অগ্রাহ করিয়া, নষ্ট করিয়া কোন কাৰ্য্য করিয়াছেন, কি করিতে পারেন, এ কথা আমরা মানি না; কিন্তু সঙ্গে সঙ্গে ইহাও মানি যে, ধৰ্ম্ম যতক্ষণ নী সাধারণ লোকের বোধের অতীত হয়, ততক্ষণ ধৰ্ম্ম ধৰ্ম্মই নয়। যে ধৰ্ম্ম অলৌকিক ব্যাপার সংঘটন করিতে পারেন না, মৌন ঈশ্বরকে কথা কহাইতে পারেন না, অদৃশু ঈশ্বরকে দেখাইয়া করতলন্তস্ত আমলকবৎ করিতে অসমর্থ, সে ধৰ্ম্ম বিদায় লইলেই ভাল। আমাদের মত এই যে, ধৰ্ম্মবিশ্বাস অলৌকিক কাৰ্য্য সকল সংঘটিত করে ; মৌন ঈশ্বরকে কথা কহয় ও অদৃশু ঈশ্বরকে দেখায়। ইহা পরমাশ্চৰ্য্য ব্যাপার সাধন করে, করিয়াছে ও করিতেছে। প্রতিদিনই করিতেছে ; তাই ধৰ্ম্ম মানি । সাধারণের অতীত বা বিস্ময়কর ব্যাপার যে স্বীকার করি, তাহা কোন বিষয়ে ? অন্ত ধৰ্ম্মাবলম্বীকে জিজ্ঞাসা কর, শুনিবে যে, মুসা পৰ্ব্বতের উপর আরোহণ করিলেন, ঈশ্বর সেখানে জলিতে লাগিলেন ; কি কোন ধৰ্ম্মাচাৰ্য্য মৃতপ্রায় ব্যক্তিকে বলিলেন, উঠ ; তাহাতে সে উঠিয়া গেল। তাহার এইরূপ অলৌকিক ব্যাপার সকলের কথা বলিবে ; আমরা তাহ বলিব না। স্বভাবের অতীত ব্যাপারের কথা আমাদিগের নিকট শুনিবে না । বজের ভিতর, কি মেঘের ভিতর হইতে আসিয়া ঈশ্বর পৃথিবীতে দণ্ডায়মান হইলেন, কিম্বা আকাশের উপর কোন জ্যোতিষ্ক আছে, কোন ধূমকেতু কি ইন্দ্রকেতু আছে, সেখান হইতে কোন পক্ষধারী দিব্যকান্তি অঙ্গর করে ভেরী ধারণ করিয়া চীৎকার করিলেন, এ সকল আমরা মানি না, মানিবও না। অলৌকিক যে মানি, ইহার অর্থ কি ? আমরা লৌকিককে অলৌকিক করি, ভৌতিককে আমরা পঞ্চভূতের অতীত করি ; স্বভাবকে -তুলিয়া, আকাশবিহারী যেখানে যায়, সেখানে লইয়া যাই। ইন্দ্রলোক হইতে আমরা ধৰ্ম্মকে পৃথিবীতে আনি না, পৃথিবীর ধৰ্ম্মকে ইন্দ্রলোকে