পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ উপদেশ। । তুলি ; আমাদের কার্য্য এই। কবর হইতে মৃতকে উঠাইয়া আমরা অলৌকিক ব্যাপার করি না ; কিন্তু পৃথিবীর পাপাত্মা যাহারা, যাহাদের উপরে কিছু আশা ভরসা ছিল না, দোষের কবরে শবের ন্তায় যাহারা ছিল, তাহাদিগকে বলি, ওঠ, আর উঠিয়া অলৌকিক ব্যাপার সম্পাদন করে । যে ছিল ভীরু, সে সাহসের সহিত ধৰ্ম্ম প্রচার করে ; যে ছিল স্বরাসক্ত, বেস্তাসক্ত, তার তনু ভাগবতী তনু, যে ছিল নরকে তাহাকে স্বর্গে উত্তোলন করাই, আমাদিগের পরমাশ্চৰ্য্য বিধানের গভীর তত্ত্ব। পূৰ্ব্ব পূৰ্ব্ব ধৰ্ম্মের সঙ্গে আমাদের ভিন্নতা এই যে, তাহারা বলিতেন, উপরকে নীচে আনিব, স্বৰ্গকে পৃথিবী করিব ; আমরা বলি, নিম্নভূমিকে, উচ্চভূমি করিব, স্বভাবকে স্বর্গ করিব ; সাধারণকে অসাধারণ করিব। আকাশের অন্সর মানব হইবে, ইহা আমরা মানি না ; কিন্তু মন্দমতি নারী, দুরাচারিণী স্ত্রীলোক যারা, তাদের লইয়া যদি একবার ভক্তিপুণ্যের আস্বাদন দিতে পারি, তাহা হইলে তাহারা নিশ্চয়ই পবিত্ৰলোকে উড্ডীয়মানা হইয়া চলিয়া যাইবে । ইহাতে যে পরমাশ্চৰ্য্য ব্যাপার ঘটবে, তাহ আমরা মানি। তাহারা যে মঙ্গলময়ের সাক্ষাৎ লাভ করিবে, তদপেক্ষা পরমাশ্চৰ্য্য আর নাই । অন্যান্য ধৰ্ম্মাবলম্বীর মধ্যে যাহা স্বাভাবিক, রোজ যাহা ঘটিয়া থাকে, তাহারই মধ্যে আমরা ঈশ্বরকে দেখিয়া তার পরমাশ্চর্য্য কীৰ্ত্তি ও মহিমা অনুভব করি। অন্ত কথা বলি কেন, সামান্ত ভাবে একটা মতের কথাই উল্লেখ করি। এই যে আদেশের মত, ইহা লইয়৷ হয়কে নয় করা, নয়কে হয় করা, আলোককে অন্ধকার করা, কতই হইল। স্থির বিশ্বাসী . কি তাহাতে নড়িবে ? ঈশ্বরের বাতিকে কি আসনের নীচে লুকাইবে ? সেত বলে না, যে কেবল বজের ভিতর দিয়াই ঈশ্বরের শব্দ শ্রুতিগোচর হয়। সে জানে, প্রতি ঘটনার মধ্যে