পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যুগধৰ্ম্ম-ভাগবত । - S > --محب-تحتمیمیلیے মধ্যে ভাই ত্ৰৈলোক্য নাথের কোকিলকণ্ঠ-পরাজিত কণ্ঠ হইতে যে । সুমিষ্ট ভাবের গান বাহির হইল, ভাই দীননাথের হস্তে খোল হইতে শব্দ উৎপন্ন করিয়া করিয়া যে মধুর সংগীত প্রসব করিল, তাহ আর কি বলিব ? সেই একদিন, আর এই একদিন । সঙ্গে সঙ্গে ভক্তিভাগবতের প্রথম অধ্যায় লেখা হইল। তখন সংকীৰ্ত্তন ও খোলের শব্দ সকল স্থানে হইত না, আর সে দিনে প্রধান আচাৰ্য্য মহাশয়ের গৃহে আট খান খোল বাজাইয়া “অন্নে হরি, বস্ত্রে হরি”—এই গান গাওয়া হইল। হা হরি, তোমাকে আবার লোকে তাড়াইবে ? যেখানে প্রতিদ্বন্দ্বিতা, সেইখানেই তুমি স্থির হইয়া অধিকার বিস্তার কর । তার পরে প্রথম ব্রহ্মোৎসবের কথা। এই যে ভক্তি, যার কথা বলিতেছি, এই যে পুষ্পমালা ও দীপের আড়ম্বর—এ সকল তখন ছিল না। ব্রহ্মমন্দির, কোথায় ছিলে ? উপাসকগণ, তোমরাই বা কোথায় ছিলে ? যে সময় নবীন পূজা আরম্ভ হইল, যথার্থ বলিতেছি, তখন যেন এক অভিনব জগতের দ্বার খুলিয়া গেল, উপাসনার আকার পর্য্যন্ত বদলাইয়া গেল। ঈশা যখন হাৰ্ম্মন পৰ্ব্বতে যোগ-নয়ন উত্তোলন করিয়া প্রার্থনা করিতেছিলেন, তখন দেখিতে দেখিতে তার বস্ত্র সকল রজতবর্ণ ধারণ করিল, শ্মশ্র ও বদন রূপার মতন ধক্ ধক্ করিতে লাগিল। সেইরূপ ভক্তির প্রথম চিত্র যখন আসিল, জগদীশ্বর, পরমাত্মা প্রভৃতি নাম-পূর্ণ আরাধনা প্রার্থনা নূতন অবয়ব ধারণ করিল, সমুদয় তখন নূতন হইয়া গেল। এক “সত্যং জ্ঞানমনন্তং ব্রহ্ম” এই শ্লোকের খনি খুড়িয়া কত স্বর্ণ মণি মুক্ত। বাহির করা হইল। সেই সকল মণি মুক্ত এখন তোমরা ভোগ করিয়াজানিতেছ। এই সামান্ত পুরাতন শ্লোক পঠিত হইল, আর এক একটি বর্ণের মধ্যে হইতে অমৃত ক্ষরিত হইতে লাগিল ভক্তির লাঠি লাগিয়া