পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- o १२ উপদেশ ! ভ্ৰমণ করিতেছিল ? তখন আমাদিগের কেহ কেহ নিজের হাতে বাটালি, প্রভৃ ত স্ত্র লইয়া কাজ করিতে লাগিয়া গিয়াছেন ; কেহ সংবাদপত্র লিথিয় রাত কাটাইতেছেন কেহ নগরের পথে পথে সেই সংবাদপত্র বিলি করিয়া বেড়াইতেছেন, কেহ বা স্ত্রীবিদ্যালয়ে শিক্ষা দিতে প্রবৃন্ত হইয়াছেন। ঠিক যেন ব্রাহ্মসমাজের মানে তখন এক প্রকাগু কাৰ্য্যালয় হইয় দাড়াইল। ভক্তি অন্তঃশীল হইয়া প্রকাণ্ড কার্যাড়ম্বর বিস্তার, করিল। তাহা দেখিয়া ইংরাজেরাও বাহবা দিল । বাঙ্গালীরাও বলিল, একি ব্যাপার । লাট সাহেবের পর লাটসাহেব পর্যন্ত আমাদিগের সংবাদ লইতে লাগিলেন । লাটসাহেব কন্যা পরিবার লইয়া দেখা করিতে আসিলেন। লোকে মনে করিল, ব্রাহ্মসমাজ বুঝি কাৰ্য্যের মধ্যে ডুবিবে। চারি বৎসর চলিয়া গেল, কার্য্যের প্রকাণ্ড প্রবল স্রোত ১৮৭৫ সালে ফলবান হইয়া কত মান্ত, কত কীৰ্ত্তি প্রসব করিল। হঠাৎ বৈরাগ্যের আকাশে কাল মেঘ উঠিল, যোগের প্রকাগু অবয়ব দৃষ্টিগোচর হইল। আজ আকাশ হইতে যে যোগ ভক্তি আসিয়া গঙ্গা যমুনার ন্যায় এখানে মিশিতেছে, ইহা সেই সময়ের সাধন ও উপাসনার ফল। হে ভাগবতশ্রোতা, ভাবিয়া দেখ, যখন বৈরাগ্যের প্রথম উদয় হইল, তখন আহারে নিয়ম, শয়নে নিয়ম, কথাবাৰ্ত্তায় নিয়ম । তার উপরে আবার বোগের নিয়ম। ঠিক যেন হিমালয় হইতে নিয়মের এক নদীস্রোত প্রবাহিত হইতে লাগিল। তার পরে যোগ ঘনীভূত হইয়া আসিল। সেই যোগবল বনমালীকে কি প্রকাশ করে নাই ? প্রিয় আচাৰ্য্য সমভিব্যাহারে পুস্পলতার সঙ্গে মিশিয়া কি আমরা সেই ভুবনেশ্বরকে দেখি নাই ? জলে বরুণকে, হোমাগ্নি ও স্বৰ্য্যে তপনের তপনকে, নারীতে মহা মাতাকে, গোলাপের মধুর হান্তে সেই প্রিয় গোপালকে কি সেই যোগ