পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চরিত্র । 罗S এই পাপান্ধকার-পূর্ণ অন্তরে শুদ্ধতার আগুন কখনও প্ৰজলিত হয় নাই এমনও নহে। কিন্তু প্রভু, সৰ্ব্বক্ষণ তোমার কৃপা ভিন্ন কে পবিত্র চরিত্র রক্ষা করিতে পারে ? তাই আজ, হে কৃপাময়, তোমার নিকট এই ভিক্ষা করি, তুমি আমাদের চরিত্রকে বিশুদ্ধ কর, অভিপ্রায়কে পবিত্র কর, হৃদয়কে সদ্ভাবে পরিপূর্ণ কর, হস্তকে সৎকার্য্যে নিযুক্ত কর। জড়ের সহিত অজড়কে মিলিত কর ; অন্তর ও বাহির তোমার প্রভাবে একাকার হউক। আমরা যাহাতে তোমার অশেষকৃপা,আত্মস্থ করিয়া, জীবনের মধ্য দিয়া তাহ প্রকাশ করিতে পারি, আজ এই আশীৰ্ব্বাদ কর। হে শাস্তি-দাতা, তোমার চরণাশ্রয় দিয়া আমার পুরাতন ভ্রাতৃগণ ও এই সমবেত উপাসক-মণ্ডলীকে রক্ষা কর, এই তোমার নিকট ভিক্ষা করি। ।