পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শাস্তিকুটার। - নিত্য নূতন আগ্রহ। ( মাঘোৎসব ) প্রাতঃকাল, রবিবার, ১১ই মাঘ, ১৮১৯ শক ; ২৩শে জানুয়ারি, ১৮৯৮ খৃষ্টাব্দ। হে ব্রাহ্মগণ, ব্রাক্ষিকাগণ, হে প্রিয়তম ভাইগণ, হে মেহের ভগিনীগণ, আটষটি বৎসর পূৰ্ব্বে তোমরা কোথায় ছিলে ? এমন বৃদ্ধ এখানে কেহ আছেন কি না, যিনি আটঘটি বৎসর পূৰ্ব্বে জীবিত ছিলেন ! তোমরা এখানে ছিলে না। কোথা হইতে কোন অদৃশু অজানিত শক্তিবলে তোমরা এখানে আসিলে, কোন ক্ষুদ্র বীজ হইতে, হে বিশ্বাসিবংশ, তোমরা উৎপন্ন হইলে, বলিতে পার কি ? অতি সামান্ত ক্ষুদ্রতম বীজ হইতে কোন প্রবাহিত ধারার শক্তিতে, কোন বিস্ময়কর কৌশলে এই বড় প্রকাণ্ডকায় মানুষ হইলে, তাহা কিছুই জান না। কাহা হইতে কোন সংগুপ্ত প্রণালীদ্বারা অস্তিত্ব লাভ করিলে, কিছুই ত বলিতে পর না। উৎপত্তির আদি অন্ত কেহ জানে না। ভ্রাণতত্ত্ব পর্য্যালোচনা কব ; উহার আদি অন্ত কিছুই বুঝিতে পরিবে না। কবে কোন অভিপ্রায় নক্তারূপ ধারণ করে, দেহের অবয়ব সংগঠিত হয়, কবে তাহাতে প্রাণ, আত্মা সংযোজিত হয়, ইহার ইতিহাস কেহ অবগত নহে । চল্লিশ বৎসর কি ত্রিশ বৎসর পূৰ্ব্বে তোমরা কোথায় ছিলে, কোন সমাজ-ভূক্ত ছিলে, কোন বাসনা অন্তরে পোষণ করিতে, কি আলাপ প্রসঙ্গ করিয়া দিন কাটাইতে, জীবনের কি উদ্দেশু, কি