পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপদেশ । ها\لرb আগমনে যেমন সমস্ত পুরাতন বৃক্ষ লতা নূতন বেশে সজ্জিত হয়, সমস্ত পুরাতন পাখী নূতন স্বরে সঙ্গীত করে, তেমনি নববিধানের প্রভাবে সমস্ত পৃথিবীর বিবিধ ধৰ্ম্ম নুতন ভাব ধারণ করিয়াছে। আমাদের জীবনের কত পুরাতন ভাব নূতন হইল। নূতন পথে নূতন প্রণালীতে আমরা ভগবানের কৃপা ও সহবাস সম্ভোগ করিয়া সুখী হইলাম। প্রত্যেক রজনীতে নূতন চন্দ্র, প্রত্যেক ঋতুর নূতন শোভা, প্রত্যেক দিবসের নূতন ভাব। তেমনি প্রতিদিনের উপাসনা নূতন হউক। প্রতিদিনের সাধন নূতন হউক। পৃথিবীতে কিছুই পুরাতন নাই, সকলই নূতন, তোমাদের জীবনও নিত্য নূতন হউক। হে সাধকগণ, নিত্য নূতন আগ্রহে উন্নতির পথে আরোহণ কর। যখন পরলোকের উন্নতির কথা মনে করি, তখন আমি চিন্ময় হইয়া, সেই অপার অনন্তে বিলীন হই । যখনি ব্রহ্ম-সহবাস লাভ করি, তখনি আমার সমস্ত অসারত্ব ভুলিয়া যাই। যে ধৰ্ম্ম এমন আশা ও আনন্দের সংবাদ বহন করে, তাহাতে কি তোমরা নিরাশ হইবে ? এই দুই দিনের অমিল দেখিয়া কেন মনে করিতেছ, আর ধৰ্ম্ম নাই ? আজ এই ব্যাপারে, এই মহা সম্মিলনের দিনে ইচ্ছা হইতেছে, স্বর্গের আচাৰ্য্য অগ্রজ কেশবচন্দ্রকে ডাকিয়া আমাদের মাঝখানে বসাই। তিনি এই উৎসব-বেদীতে, এই বৃক্ষতলে বসিয়া, এই সকল ব্যাকুল ভাই ভগিনীগণকে লইয়া মা আনন্দময়ীর নাম করুন। সেই ভক্তি-বিগলিত-প্রাণ অার একবার মা বলিয়া ডাকুক। এই আকুল প্রাণ কখনও তাহাকে ভোলে না। যখন তোমরা কেহ থাক না, তখনও সেই প্রফুল্ল বদন-শতদল এই হৃদয়-কমলে প্রস্ফুটিত থাকে। তাহাকে হৃদয় হইতে মুছিয়া ফেলিবে কে? যদি তোমাদের কাহাকেও না দেখি, তথাপি তাহাকে প্রাণে দেখিয়া সকল সাধ মিটবে। তোমরা আজ এত লোক