পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিত্য নূতন আগ্রহ। - ち・骨 কেন আসিলে? আমার ডাকে এস নাই, আমি অনেকবার ডাকিয়াছি, তোমাদিগকে পাই নাই। ইহা আমার কার্য নহে। সেই অমর কীৰ্ত্তিশালী যিনি, ইহা তাহারই কাৰ্য্য। অতএব তাহাতে সকলে আবার মিলিত হও । অনেক বলিলাম, আর কত বলিব ? হে বন্ধুগণ, চিরকাল এই উন্নতির পথে অগ্রসর হও । ধৰ্ম্মে, বিশ্বাসে ও চরিত্রে উজ্জ্বল হও । অনন্তকাল এই অনন্তের আহ্বান অন্তরে শ্রবণ করিয়া তাহাতে নিবৃত্তি লাভ কর। - হে পুণ্যময় পরমেশ্বর, কি জানি আজ কোন আকাশ হইতে তুমি নামিয়া আসিয়া এই অসম্ভব সম্ভব করিলে। তোমার আহবানে, তোমার নামে এই যুথভ্রষ্ট মেষদল আজ মিলিত হইল। যদি একবার এমন করিয়া ডাকিতে পার, তবে চিরকাল কেন এমন করিয়া ডাক না ? দিনে, নিশীথে কেন ডাক না ? কেন একবার এমন করিয়া ডাক না, যাহাতে সমস্ত । বিবাদ বিসংবাদ ঘুচিয়া যায় ? হে করুণাময়, যদি বংশী বাজাইলে, তবে এমন করিয়া বাজাও, যাহাতে এই সকলে যেমন তোমার অঞ্চল ধরিয়া আজ একত্র হইলেন, তেমনি অনন্তকাল তোমার অঞ্চলের ছায়াতে পড়িয়া থাকেন। তোমার অনেক অঙ্গীকার এখনও অপূর্ণ রহিয়াছে। তুমি যে বলিয়াছিলে, দশ পরিবার এক করিবে ; তুমি যে বলিয়াছ, এই দুর্গত দেশকে উদ্ধার করিবে ; তুমি যে বলিয়াছ, আমাদিগকে এই জীবনে স্বর্গবাস দিবে। আজ সকলে আসিয়াছেন। যাহারা কখনও কাদেন Fi, তাহারা কাদিলেন ; যাহারা কখন প্রার্থনা করেন না, তাহার প্রার্থন করিলেন ; এমন সুযোগ আর পাইবে না। এই অবসরে তোমার সকল অঙ্গীকার পূর্ণ কর। হে ক্ষেত্রপতি, এই ভবরাজ্যে আর একবার সেই বীজ বপন কর, যাহা তোমার কৃপাতে অঙ্কুরিত, তোমার প্রসাদ-বারি