পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

નિજ উপদেশ । সিঞ্চনে বৃক্ষরূপে পরিণত হইবে। এই ক্ষীণকণ্ঠ আর বুলিতে পারে না। অব্যক্ত ভাবের জন্য এই হৃদয় চিরদিন তোমার নিকট অঞ্জলি-বদ্ধ রহিল । এই প্রার্থনা, আজ যাহ করাইলে, তাহা চিরকাল বর্তমান ও অচ্ছেদ্য রাখ । আজ যে আগুন জ্বালাইলে, তাহ আর নিবিতে দিও না । এই তোমার সমবেত সৈন্যদল চিরকাল অদম্য উৎসাহ ও শক্তিতে তোমার পশ্চাদগামী হউক। এই সমস্ত হৃদয় আজ তোমার অসীম অনন্ত শক্তিতে যেমন এক হইয়াছে, চিরকাল তেমনি এক থাকিয় তোমার জয় ঘোষণা করুক । মঙ্গলময়, তোমার পবিত্র ইচ্ছা পূর্ণ হউক। এই প্রার্থনা করিয়া, আজ সকল ভাই ভগিনী তোমার চরণে মস্তক রাখিয়া, বার বার তোমাকে নমস্কার করি। . . . . . . . . . * . . -