পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপদেশ । ঋণশোধ | # সোমবার, ১২ই মাঘ, ১৮১৯ শক ; ২৪শে জানুয়ারি, ১৮৯৮ খৃষ্টাব্দ । হে ভগিনীগণ ও সন্তানগণ, আবার আমাদের এই কুটীরে আদরের সহিত, স্নেহের সহিত তোমাদিগকে অভ্যর্থনা করিতেছি । এক বৎসর কাল স্নেহময়ী পরম জননী আমাদিগকে জীবিত রাখিয়া অনেক শান্তি সমাদর বর্ষণ করিলেন, এই জন্য র্তাহার নিকট কৃতজ্ঞ হই । এই বার মাসের মধ্যে কত রোগ আসিল, আবার তাহার কৃপাতে আরোগ্য লাভ করিলাম, কত স্থস্থতার আনন্দ, কত ধৰ্ম্মের শান্তি, কত প্রেম ভক্তির মাধুর্য্য তাহার পদচ্ছায়াতে বাস করিয়া সম্ভোগ করিয়াছি। এই জন্য এই আত্মা তাহাকে শতবার ধন্যবাদ করিতেছে। সকলে মিলিয়া বল, , হে সন্তানবৎসল জননি, ধন্য তুমি ধন্য । হে আদি, হে অন্ত, হে রক্ষাকারী জ্ঞানধৰ্ম্মদাতা পিতা, ধন্য তুমি ধন্ত। এখন হে ব্ৰহ্মকন্যাগণ, দুই একটা ঐতিহাসিক কথা জিজ্ঞাসা করি। যখন এই ব্রাহ্মসমাজে প্রবেশ করিয়াছিলাম, তখন হে ব্ৰহ্মবাদিনী ব্রান্ধিকাগণ, তোমরা কোথায় ছিলে ? তোমাদের মধ্যে হয়ত তখন অনেকেই ছিলে ; কিন্তু സസ്സസ്സ്. , শান্তিকুটীরে ব্রাহ্মিক উৎসবে বিবৃত । می یا بیماری ۹