পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঋণশোধ । (t এ জীবন তখনই বিসর্জন দিয়া সকল জ্বালা নিবারণ করি। ইহা সম্ভব নহে যে, বাহিরের দশ জনের সঙ্গে আমাদের জীবন সম্পূর্ণ এক হইবে। দুঃখে মুখে সকল অবস্থাতে সম্পূর্ণ সহানুভূতি অন্যত্র পাওয়া দুৰ্ল্লভ। এই জন্য বিধাতা তোমাদের এক একজনকে আমাদের এক একজনের জীবনসঙ্গিনী করিয়া সমস্ত বিষয়ে মিলন ও এক ধৰ্ম্ম ও এক আকাঙ্ক্ষার ভূমি প্রস্তুত করিয়া দিয়াছেন । এই ভূমিতে পরিবারের উৎপত্তি। এই ভূমিতে মাতা ভগিনীর স্বষ্টি। এই ভূমিই আনন্দনিকেতন । ইহা সুখ ও শান্তির প্রস্থতি। সংসার এবং অরণ্যের পার্থক্য এই ভূমিতে বসিয়া বিচার করা যায়। অতএব তোমাদিগকে বলি, তোমরা মিষ্টতার সরোবর হও, তোমরা প্রেমের চন্দ্রমা হও, তোমরা পুণ্যের মূৰ্ত্তি হও, তোমরা ধৰ্ম্মের আকর হও । অধিক উপাসনায় প্রয়োজন কি ? তোমরা সমস্ত অভিমান পরিত্যাগ করিয়া সংযতমনা হও, তবেইত হইল। আহা ! পরমেশ্বর, কবে তোমার কন্যাগণের জীবন মিষ্টতাতে পরিপূর্ণ হইবে ? আর একটী কথা, অনেক কুশচরিত্র মানুষ ঘোর পাপ হইতে উদ্ধার পাইয়াছে, কাহার চেষ্টায় ? তাহাদের মাতা, ভগিনী ও পত্নীর ধৰ্ম্ম, পুণ্য ও আত্মসমর্পণরূপ একান্ত যত্ন ও আগ্রহে । - - অগস্তিনের জননীর একান্ত যত্ন ভিন্ন তাহার উদ্ধার হইত না । এইরূপ শত শত দৃষ্টান্ত পাইবে। তোমরা কয়জনকে এইরূপে উদ্ধার করিলে ? যাহার ঘরে মা আছেন, ভগিনী আছেন, স্ত্রী আছেন, কন্যা আছেন, তাহার ঘরে অধৰ্ম্ম অপবিত্রতা কোথায় ? অধৰ্ম্ম পণ্যশালায়, গৃহে অধৰ্ম্ম কোথায় ? হে ঈশ্বরের কন্যাগণ, তোমরা যে দিন পবিত্ৰাত্মার আশীৰ্ব্বাদ চাহিয়া লইবে, সে দিন বঙ্গদেশ তরিয়া যাইবে। যদি এত পাইলে, নিজ নিজ জীবনের গুরুত্ব এত বুঝিলে, তবে আর উদাসীন