পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মজীবন । S X. না। আমি বলিতেছি অন্তরে সচ্চিস্তার যখন জোয়ার থাকে, পাজার ভিতরে আগুন যেমন জ্বলিতে থাকে, মনের ভাব তেমনি যখন প্রজ্বলিত থাকে, প্রেম ও ভক্তিতে হৃদয় যখন প্লাবিত থাকে তখনও যেন তোমরা শান্ত থাক ; যত লাভ করিয়াছ তাহ অপেক্ষা যেন অল্প প্রকাশ করিতে ইচ্ছা কর, প্রচুর শক্তির অল্প প্রভাব যেন বিস্তৃত হইতে দাও । এবং আত্মসংবরণ করিয়া যাহাতে চিরসতেজ ও চিরবলবান থাকিতে পার তাহ কর । পবিত্র চরিত্রবল যে নাই, ইহা অনেক- . বার বলিয়াছি। ভাদোৎসবের দিনে উপরের ঘরে বসিয়াও এই আলোচনা করিয়াছিলাম। ইহার কারণ এই যে, ভিতরে সেই দর্শন উজ্জল হয় নাই, যাহা চরিত্রে পরিত্রতা ও পুণ্যের জ্যোৎস্নারূপে বিকশিত হইতে পারে। সেই নীরব বাণী সৰ্ব্বদা শুনা যায় না, যাহার বলে শ্ৰীগৌরাঙ্গ মা'র খাইলেন। ব্ৰহ্মদর্শনে সেই নিমগ্নত হয় নাই, যাহা থাকাতে শাক্য নিরঞ্জনা নদীতীরে বালক ও স্ত্রীলোকগণ নিক্ষিপ্ত ধূলি কৰ্দ্ধম নিজ শরীরে নীরবে ধারণ করিয়াছিলেন । ঈশার ষে মহৎ প্রকৃতিতাহা তিনি দ্বাদশ জন শিষ্যের নিকট সৰ্ব্বদা বলিলেও কি তাহ পূর্ণরূপে প্রকাশিত হইয়৷ সেই শিষ্যমণ্ডলীকে চরিত্রের অবয়বরূপে গঠিত করিত, যদি তাহার চরিত্রের মধ্য দিয়া অবিরাম নীরবে, অজানিতরূপে তাহ ফুটিয়া না উঠিত ! বাস্তবিক চরিত্র যেমন নুতন চরিত্রের জন্মদানে সমর্থ, এমন আর কিছুই নহে । আমার কথা শুন ও বিশ্বাস কর, এমন এক নীরব বাণী আছে যাহা শুনা যায়, এমন এক নিস্তব্ধ দর্শন আছে, যাহা দেখিয়া প্রাণ পুলকিত হয়। যে এই কথা শুনে এবং এই দর্শনে মগ্ন থাকে, তাহাকে আর কিছু বলিতে হয় না ; অগ্নির উত্তাপ যেমন সহজে অনুভূত হয়, চন্দ্রের