পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অজানিতের প্রভাব। :ፃ একত্রিত হইয়াছি। কিন্তু ইহা আমাদের গৃহ নহে। এখানে আমরা : আমাদের চির আরাধ্য পরম দেবতার পূজা করিতে আসিলাম, কিন্তু ইহ আমাদের সেই উপাস্ত দেবতার পূজা মন্দির নহে। আমাদের স্থান এখানে নহে, আমাদের স্থান নিশ্চয়ই আমাদের শোণিত দ্বারা নিৰ্ম্মিত সেই ব্ৰহ্মমন্দিরে। সেই মন্দিরের দেওয়ালে, কপাটে, ভিত্তিতে ও ছাতে আমাদের ধন আছে, শক্তি আছে, পরিশ্রম আছে, আত্মোৎসর্গ ও আত্মবলিদানের স্মৃতি আছে। সেই মন্দিরে আমাদের প্রার্থনা, সাধন ও পরমাত্মা সহবাসের পরিচিহ্নিত স্থান আছে তথাপি কি জানি কেন আমরা তাহা হইতে বঞ্চিত ? কি জানি অজানিত কেন আপন হস্তে ধরিয়া আজ আমাদিগকে এখানে আনিলেন ? এই বিচ্ছিন্ন মেষশাবকগণকে একত্র, জাগ্রত ও বলবান করিয়া কি জানি অজানিত আবার কি আত্মপরিচয় প্রদান করিবেন ? কি জানি এই ঘটনার মধ্যে তিনি কি মহাশক্তি প্রকাশ করিবেন ? যে অজানিতের হস্ত আমাদিগকে ধরিয়া এখানে একত্র করিলেন, তিনিই কেবল জানেন এই সম্মিলন হইতে কি সুফল প্রসব করিবেন । অথবা কিছুই জানি না, জানিবার প্রয়োজনও নাই । তাহার মঙ্গলময় ইচ্ছাই পূর্ণ হউক। । ‘. . - বন্ধুগণ, আজ কোন দিন ? চতুর্দশ বৎসর বনে বনে ভ্রমণ করিয়া । পিতৃসত্য পালন করত গৃহে প্রত্যাগমন করিবার জন্ত সমাগত হইয়া । আনন্দে আহলাদ করিবার দিন। আমরা গৃহে প্রত্যাগমন করিবার জন্ত এই গৃহপথে একস্থানে বিশ্রাম করিতেছি। আমরা পিতৃসত্য পালনে । স্বক্ষম হইয়াছি, এই জন্য সেই সত্যব্রত পালনে শক্তিদাতা ও সিদ্ধিদাতা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং সকল সম্মিলিত ভ্রাতৃগণ পরস্পরকে প্রেমা