পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবিবার, ২রা ফাল্গুন, ১৮১৯ শক ; ১৩ই ফেব্রুয়ারি, ১৮৯৮ধৃঃ। আমাদের সমাজ অসাধারণ সমাজ। আমরা অসাধারণ ঈশ্বরের উপাসনা করি । আমরা অসাধারণ জীবন পাইতে ইচ্ছা করি । আমাদের লক্ষ্য অসাধারণ। আমাদের ধৰ্ম্মের আদর্শ নুতন এবং অসাধারণ। যিনি আমাদেরর অগ্রজ ছিলেন, তিনি আপনাকে মহাত্মা বলুন আর না বলুন, আপনাকে অসাধারণ লোক বলিয়া জানিতেন । তোমরা ইহাতে কিছু মনে করিও না। ইহা তাহার অহঙ্কার নহে। প্রত্যেক লোকের যেমন অন্তকে, তেমন আপনাকেও চেনা প্রয়োজন। তুমি যদি আপনাকে না চেন, আপনি কোন শ্রেণীর লোক তাহ জানিতে না পার, তবে তোমার আপনার জীবনের গুরুত্ব, দায়িত্ব কত, তাহা কিরূপে নির্ণয় করিবে ? প্রত্যেক মানুষ তগবানের এক একটী অভিপ্রায় ভিন্ন আর কিছুই নহে। তুমি যদি ভগবানের অভিপ্রায় বোঝ, তবে আপনাকে বুঝিতে কিছু বাকী থাকিবে না। অতএব মহাপুরুষেরা আপনাকে জানেন ইহা আশ্চর্য্যের বিষয় নহে। আমরা যত কেন নীচ হই না, তথাপি আমরা অসাধারণ হইতে চচ্ছা করি । , যেমন ছোট বীজ হইতে ছোট বৃক্ষ হয়, অসাধারণ বীজ হইতে অসাধারণ বৃক্ষ হয়, তেমনি ছোট অদৃষ্টে জীবন ছোট ও সামান্ত হয় । অসাধারণ আদর্শ যাহার, তাহার ছোট জীবন হয় না। কোন ধৰ্ম্মে, এবং যে সকল জীবন যথার্থ উন্নত হইয়াছে তাহার কোন জীবনে ক্ষুদ্র আদর্শ দেখিয়াছ ?