পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ই উপদেশ । সহ করিতে কি সমর্থ হও না ? পরলোকে গিয়া আবার যখন নুতন শান্তি উল্লাস পাইবে, এই পৃথিবীর বন্ধু বান্ধবদিগকেও সেই ভাবে দেখিবে। সুখের জন্য এত অবসন্ন হও কেন ? যিনি ইহজীবনে এত সুখী করিয়াছিলেন, পরকালে তাহার ক্রোড় কি মুখশূন্ত ? যখন তুমি পরলোকে যাইবে, দয়াময় তোমার ক্ষতি পূর্ণ করিবেন। অতএব ভীত হইও না ; অন্ধকার মধ্যে নিপতিত হইও না । ইহলোকে যাহার, পরলোকেও তাহার। হে ভ্রাতৃগণ! মৃত্যুর জন্ত, পরলোকের জন্ত প্রস্তুত হও । পরকালের জন্য প্রস্তুত হওয়ার অর্থ এই যে, জীবনের জন্য প্রস্তুত হওয়া কল্পনাপরবশ, সংসার-পরতন্ত্র হইয়া মনে করিতেছ, মৃত্যু ও তৎপরের অবস্থা অত্যন্ত ক্লেশকর। জানিও, জীবনের ক্লেশ মৃত্যুর ক্লেশের অপেক্ষা অধিক। এই পৃথিবীর কৰ্ত্তব্যভার, পরিশ্রম, প্রতিদিনের সংগ্রাম বহন করিয়া মনুষ্য পরকালে বিশ্রাম লাভ করে । সময় থাকিতে পরমেশ্বরের আশ্রয় গ্রহণ কর। র্তাহার পদাশ্রয় লওয়ার নাম ইহকালে পরকালের জন্য প্রস্তুত হওয়া। র্তাহার চরণে পাপী যখন আশ্রয় লইবে, পরলোকের সম্বল হইবে ; যখন মনে করিবে তিনি সৰ্ব্বস্ব, পরকালের আর ভয় থাকিবে না। পরমেশ্বর পাপীকে র্তাহার পদাশ্রয় প্রদান করিয়া মৃত্যুর মধ্যে অমৃতের সোপান প্রদর্শন করেন। -