পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবর্তবাদ ও পরিণামবাদ । 8 S প্রতিদিন সত্য, জাগ্ৰত, প্রেমময়, পুণ্যময়, আনন্দময়, স্থখময় ঈশ্বরের কথা বল ; কিন্তু তোমাদের জীবনে ইহার প্রভাবে যে অমৃত সঞ্চয় হইবার কথা, নিত্য প্রেমাধারের প্রেমসহবাসে জীবন যে নিত্য নূতন ও উন্নত হইবার কথা, পুণ্যময়ের পুণ্যজলে বিধৌত চরিত্র যে সুন্দর ও পবিত্র হইবার কথা, তাহার কতদূর হইল বল ? ১৪ বৎসরে শরীরের রক্ত, মাংস, অস্থি কি নুতন হয় নাই ? যুগাস্তের উন্নতি ধৰ্ম্মইতিহাসের নূতন এক অধ্যায় পূর্ণ করে, তবে তোমরা কেন একভাবে পড়িয়া রহিলে ? কোন উন্নতি কেন হইল না ? তবে বুঝি, সৰ্ব্বোত্তম যিনি, সার যিনি, তাহার সঙ্গে দেখা হয় নাই ; তবে বুঝি, আমরা ষে উপাসনা করি, তাহ৷ সত্য উপাসনা নহে ; তবে বুঝি, আমরা যাহাকে সত্য বলি, তাহা বুঝি নাই ; তবে বুঝি, আমরা যে উচ্চ ও চির উন্নতিশীল ধৰ্ম্মবিধানের কথা বলি, তাহার আশ্রয় আমরা পাই নাই । অগ্নিস্পর্শে বস্ত্ররাশি দগ্ধ হয়, পুণ্যময়ের পুণ্যাগ্নিতে কেন তুমি দগ্ধ হইলে না ? ভিজা দিয়াশলাই একশতবার টান, আগুন বাহির হইবে না। তোমার জীবন তেমনি হইয়াছে ; পুণ্যাগ্নি তাহাতে জলিবে না। যদি উন্নতির পথে না যাও, যদি অনন্তের জন্য ব্যাকুল হইতে না চাও, যদি পরিবর্তনে এত ভীত হও, তবে কাষ্ঠ লোষ্ট্র হইলে না কেন ? যদি চির উন্নতিবিমুখ হইবে, তবে পশুপক্ষীর জীবন লাভ করতে অভিলাষী হইলে না কেন ? - ব্ৰহ্ম ২০ বৎসরেও তোমাদের জীবনে দেবস্বভাব দিতে পারিলেন না, তোমাদের চরিত্রে দেবচরিত্র সংযোগ করিতে পারিলেন না, পবিত্রতার আগুনে তোমাদের পাপ দগ্ধ হইয়া গেল না । তোমরা কোন এক প্রবল শক্তির প্রভাবে যেন কতক দূর পরিচালিত হইয়া সে স্থানেই জড়ের মত