পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবৰ্ত্তবাদ ও পরিণামবাদ | 3 S থাকিলেও সকল কার্যের মূল একস্থানে নিহিত রাখিতে হইবে। এই প্রকাও সৌর জগতের প্রত্যেক জ্যোতিষ্কের কার্য্য স্বতন্ত্র, তথাপি তাহারা এক অচ্ছেদ্য বন্ধনে বদ্ধ হইয়। রহিয়াছে। যথার্থ মিলন এইরূপ হইবে। যদি সম্পূর্ণ মিলন না চাও, তবে মিলনে কি ফল? একাকী ব্রহ্মসহবাসসুখসম্ভোগের দ্যায় প্রীতিকর, আনন্দজনক, শান্তিময় কি আছে ? মিলনের যথার্থ উদ্দেশু যদি সিদ্ধ না হইল, তবে একাকিত্বই চিরবাঞ্ছনীয় । আমি অনেককাল তোমাদের হইতে বিচ্ছিন্ন ছিলাম। এখন আমার পরলোকে অবস্থিতির সময়। সেই দিন আমার নিকটবৰ্ত্তা, যে দিনে অনেক মিলন, অনেক সহানুভূতি, সম্পূর্ণ একমত না হইলে আর মন উঠে না । এখন এতটুকু মিলনে, সামান্ত সহানুভূতিতে সুখী হইতে পারি না। অতএব হয় এস, পরিবর্তনের পথে থাকিয়া অনন্ত উন্নতির স্রোতে ভেসে যাই, নতুবা সব ছাড়িয়া একাকী হই। হয় নবধৰ্ম্মের উদেশ্য সিদ্ধ হউক, নবধৰ্ম্মের আলোক হস্তে করিয়! জগতে সমস্ত নরনারীর পথপ্রদর্শক হই, উদার মনে জগতের সেবা করি, না হয় চল, পুরাতন ধৰ্ম্মবিধানের আদেশ স্বীকার করিয়া নিজ নিজ জীবনের অভ্যন্তরে জীবনসথার সঙ্গে অভেদ্য যোগে আচ্ছন্ন হই । . আমার আশা আতি উচ্চ। সকলকে সঙ্গে করিয়া অনন্ত উন্নতির সোপানে আরোহণ করিতে মন ব্যাকুল। সুতরাং আবারও বলি, জীবনে বিবৰ্ত্তবাদ পরিত্যাগ কর, পরিণামবাদী হও । পরিণাম ও পরিণতি কত দূরে জান না। অতএব নিত্য পরিবর্তন ও তাহাতে উন্নতির যে বিধি পরমেশ্বর বিধান করিয়াছেন তাহার অনুসরণ কর । কৃপাময় ঈশ্বর আমাদিগকে অনন্ত উন্নতির পথে লইয়া যাউন ।