পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 - উপদেশ । হে ব্রহ্মসনাতন, এক অবিনাশী পিতা, বিবৰ্ত্তবাদী হইয়া যেন আপনাকে হারাইয়া না ফেলি, আমার নিজ অস্তিত্ব যদি ভুলিয়া যাই, তবে তোমাকে দেখিয়া সুখী হইবে কে ? যদি তোমার জগতের পরিবর্তন ও উন্নতির বিধি স্বীকার না করি, তবে তোমার দর্শন কোথায় পাইব ? যাহার তোমাকে যথার্থ ডাকে, তাহারা কখনও অলস হইয়া এক স্থানে দাড়াইয়া থাকে না। অতএব যাহারা তোমাকে প্রাণে আগ্রহ লইয়া যথার্থ ভাবে ডাকে, তাহাদের সঙ্গে আমাকে মিলিত কর । স্বৰ্গীয়গণ তোমার গভীর প্রেমে মগ্ন আছেন । র্তাহীদের কীৰ্ত্তি আমাকে তোমার নিকটস্থ করে । সেই চির উন্নতিশীল আত্মা সকলের সঙ্গে আমাদিগকে মিলাইয়া দাও । হে লোকভঙ্গনিবারণ, অনেক দিনের চেষ্টাতে যে মিলন হয়, এক দিনে এক জনের কথাতে তাহা ভাঙ্গিয়া যায়, অনেক দিন খুজিয়া যে দ্বীপ প্রাপ্ত হই, কি জানি কি স্রোতের আঘাতে তাহা ভাঙ্গিয়া যায়, উচ্চ আকাশে উড্ডীয়মান নিশান যেন সামান্ত বায়ুর আঘাতে ভূতলে পতিত হয় । পিতা, তোমার মনে যাহা আছে তাহ কর । কেবল এই প্রার্থনা করি, বৃদ্ধগণের সাধনের অহঙ্কার, যুবকগণের আত্মজ্ঞানের অহঙ্কার বিচূর্ণ কর। সকলের চরিত্রকে পুনঃ পুনঃ পরীক্ষা কর, শাসন কর, উন্নতির দ্বারের সুদৃঢ় অর্গল ভগ্ন করিয়া দাও । সকলের হৃদয়ের দ্বার যদি ভাঙ্গিয়া না দাও, তবে ইহা এক প্রকাও হৃদয় হইবে না, প্রত্যেক স্বতন্ত্র মতের বন্ধনী যদি ছিন্ন না কর, তবে এক মত হইবে না। যদি বহু পরিবর্তন করা আবশ্যক হইয়া থাকে, তাহা তুমি প্রবল শক্তিতে সম্পাদন কর। যদি এইবার কোন মণ্ডলী হইয়৷ থাকে, তবে এই মণ্ডলী সমবেত শক্তি দ্বারা তোমার আশীৰ্ব্বাদ লইয়।