পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মমণ্ডলী । - 8 বার বলা যায়। ধৰ্ম্মমণ্ডলী কেবল ইহলোকস্থ সমবিশ্বাসিগণের একতার ভূমি নহে। এই মণ্ডলীর ভিতরে ইহপরলোকস্থ সমবিশ্বাসী সমস্ত আত্মার সম্মিলন, যোগ ও একতা সন্নিবিষ্ট। সুতরাং ধৰ্ম্মমণ্ডলী কত মৃদুরব্যাপী এবং ইহার শক্তি কত প্রবল, একবার ভাবিয়া দেখ । সে দিন মণ্ডলীর বিষয় অনেক আলোচনা করিয়াছি । মণ্ডলীর জীবনে পরিবর্তন ও উন্নতি এবং তাহাতে পরব্রহ্মের শক্তি ও কাৰ্য্য দেখাইলাম। ঈশ্বর বীজ হইতে অরণ্য উৎপাদন করেন, অল্পসংখ্যক মনুষ্য হইতে এত বড় মনুষ্য-জগৎ রচনা করিয়াছেন, এক ঈশা হইতে কত প্রকাও ধৰ্ম্মমণ্ডলী হইল, এক শাক্য হইতে কত প্রকাও বৌদ্ধ সঙ্ঘ প্রস্তুত হইল। ঈশ্বরের ইচ্ছা ও শক্তিতে এই সকল অসম্ভব কাৰ্য্য হইয়াছে ও হইতেছে। আজ বলিতে চাই, ইহাতে মানুষের কৰ্ত্তব্য কি ? ঈশ্বর সর্বশক্তিমান । কিন্তু আমাদের জীবনে কোন সৎকাৰ্য্য ও সদনুষ্ঠান করিতে কেবল তাহার চেষ্টা প্রচুর বলিয়া মনে হয় না। বরং ইহা মনে হয়, ইহাতে অৰ্দ্ধেক তাহার কার্য্য, অৰ্দ্ধেক মানুয়ের কার্য্য । কোন কাৰ্য্য সেই অসীম করুণা-নিলয়ের করুণা ভিন্ন হয় না বটে ; কিন্তু তোমার নিজের চেষ্টা, যত্ন, আগ্রহ না থাকিলে, বল, কি হইতে পারে ? ঈশ্বরের মঙ্গল ইচ্ছা কাহার প্রতি নাই ? অনন্ত স্নেহময় কাহাকে স্নেহ করেন না ? কিন্তু কত জন দেবচরিত্র লাভ করে ? কত জন ধৰ্ম্মমণ্ডলীর শক্তিসম্পন্ন অঙ্গ হইয়া মণ্ডলীর কল্যাণ সাধন করেন ? এই প্রকার বৈষম্যের কারণ কি ? ঈশ্বরের শুভ ইচ্ছার সঙ্গে, মানুষের আত্ম-জীবন উন্নত করিবার প্রয়াসের যোগ না থাকা, ঈশ্বরের প্রেম গ্রহণ করিবার জন্য মানুষের হৃদয় বিমুখ থাকাই কি ইহার কারণ নহে ? নিজ নিজ চরিত্র ও জীবন উন্নত, পবিত্র ও স্বৰ্গীয় করিবার জন্য যেমন