পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ উপদেশ । পরিবে । ইহা অনন্তকাল জানিবার ও সম্ভোগ করিবার বিষয় । ইহা হইতে নিবৃত্ত হইও না । হে মৃত্যুঞ্জয়, ঙ্গে জ্যোতিৰ্ম্ময়, আমাদের মৃত্যু আমাদিগকে তোমার কাছে লইয়া যাইবার দূত ভিন্ন আর কেহত নহে। হে সচ্চিদানন্দ, রোগ দুঃখ শোক, আমাদের পরলোকের বার্তাবহ বই আর কিছুই ত নহে। কৃপা করিয়া পরলোকে যাহারা বাস করতেছেন, র্তাহাদিগকে আনিয়া আমাদিগকে দেখাও । মৃত্যুর অন্ধকারে আমরা অধীর ও আত্মবিস্তৃত, এখন তোমাকে আশ্রয় করিতে না পারিলে আর সাত্বন পাঠতেছি না । সংসারের নানা অবস্থাতে পড়িয়া আমাদের ভক্তির পথে কণ্টক রোপিত হইয়াছে। আত্মশুদ্ধির পথ অবরুদ্ধ, দেহী হইয়া মায়াবদ্ধ হইলাম, বিলাসী হইয়া পাপহ্রদে পতিত হইলাম। এখন অদেহী কর, শ্মশানের ভস্ম হস্তে করিয়া বিলাসের মুখে দান কর । এই শোকের সময় আমাদের মণ্ডলীতে অবতীর্ণ হইয়া পরলোকে যাইবার পথ রচনা কর । আমাদিগকে আ কাজিত দিব্য স্থিতি দাও, পরলোকের প্রান্তরে আমাদিগকে একত্র করিয়া সকলকে নিত্যানন্দের অধিকারী কর । তোমাতে পরম সুখী হই, পরমানন্দ লাভ করি। তুমি একমাত্র অটল অবিনাশী আশ্রয়দাতা, ইহাতে একান্ত বিশ্বাসী হইয়া, প্রেমভক্তিভরে আশ্বস্ত অন্তরে বার বার তোমাকে নমস্কার করি ।