পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিবেদন শ্রদ্ধাস্পদ ডাক্তার সত্যেন্দ্রনাথ সেন ও শ্রদ্ধেয় গণেশ প্রসাদের উদ্যোগে প্রেরিতপ্রবর ভাই প্রতাপচন্দ্র মজুমদার মহাশয়ের চুয়াল্লিশটি উপদেশ ধৰ্ম্মতত্ত্ব ’ হইতে সঙ্কলন করিয়া তিন খণ্ডে পূর্বে প্রকাশিত হইয়াছিল । এই খণ্ডে আরও এগারটি উপদেশ (তাহার ভিতর দুইটী সম্পূর্ণ উপাসনা সহ) প্রকাশিত হইল । এগুলি পূৰ্ব্বে পুস্তিকাকারে মুদ্রিত হইয়াছিল । এই সকল উপদেশ তরুণ, বৃদ্ধ সকলেরই বিশেষ উপযোগী, বহু গভীর উপলব্ধি ও অভিজ্ঞতাপূর্ণ । নূতন । করিয়া এই সকল উপদেশ পাঠ করিলে সকলেই উপকৃত হইবেন । । শ্ৰীসতীকুমার চট্টোপাধ্যায়ঃ