পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম ও নীতি & অরণ্যবাসী হইয়া পরব্রহ্মের উপাসনায় নিযুক্ত থাকিতেন । র্তাহাদের এই এক দোষ ছিল, তাহারা সাধনাতে ঈশ্বর সম্বন্ধে যে সকল সত্য পাইতেন, তাহা জনসমাজে প্রায় প্রচার করিতেন না । তাহাদের এই সঙ্কীর্ণতার জন্ত ঈশ্বরের যথার্থ জ্ঞান লোকসমাজে প্রচার হইতে পারে নাই। বিশেষতঃ ঋষিদিগের এই এক কুসংস্কার ছিল, যে সংসারী লোকেরা ঈশ্বরের উচ্চভাব পাইবার অধিকারী নয় । কিন্তু কোন না কোনরূপ ধৰ্ম্মের শাসন একেবারে না থাকিলে লোকস্থিতি রক্ষা পায় না, সমুদায় লোক ঘোর স্বেচ্ছাচারী হইয়া সংসারে মহাবিপ্লব আনয়ন করে । এজন্য কোন কোন ঋষি দেবদেবীর উপাখ্যান রচনা এবং তাহার উপাসনীর বিধি প্রচার করেন । অনেকে বলেন ভট্টাচাৰ্য্য মহাশয়গণ অর্থোপার্জন ও সম্মান লাভের সুযোগ পাইয়া এই পূজা বিধির বাহুল্য করিয়া তোলেন, তাহারাই স্বয়ং দেবদেবীর পূজাদি সম্বন্ধে ও তাঁহাদের অলৌকিক শক্তি সম্বন্ধে অনেক গ্রন্থ ও বচন রচনা করিয়া লোকের নিকটে আদরণীয় হইবার জন্য ঋষিদের নামে প্রচার করেন । একে সাধারণ লোকের অন্তর্দৃষ্টির অভাব, ংসার ও বাহ্য জগৎ নিয়াই লোকে ব্যস্ত, সংসারের অতীত, ইন্দ্রিয়ের অতীত কোন বস্তু আছে, জ্ঞানের আলোচনা ও সাধনার অভাবে সকলে কিছুই বুঝিতে