পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম ও নীতি - ད་ཤྲི་ সেই রূপ নিকৃষ্ট ভাব আরোপ করিল। যথা ঈশ্বর কামুক, ক্রোধী, সমর-প্রিয়, মাদকালুরক্ত। যেখানে যত অজ্ঞানত ও কুসংস্কার, সেখানেই তত জড়োপাসনার প্রাতুর্ভাব, সেখানেই ঈশ্বরের মূৰ্ত্তি ও স্বরূপে ভয়ানক জঘন্য ভাব সকল আরোপিত দেখা যায়। পৰ্ব্বতবাসী অনেক অসভ্য লোক অগ্নি জল বায়ু চন্দ্ৰ সূৰ্য্য প্রভৃতি জড় বস্তুকে ঈশ্বর বলিয়া পূজা করে, তাহারা দেখে অগ্নি নিমেষ মধ্যে সমুদায় দগ্ধ করিয়া ফেলে ; মেঘসকল ভয়ানকরপে গর্জন করিয়া জল বর্ষণ দ্বারা ধরাতলকে প্লাবিত করে ; সাগর-তরঙ্গ গভীর নাদে মহা আম্ফালন করিয়া পোতাদি নিমগ্ন করে ; বায়ু হুহু শব্দে প্রবাহিত হইয়া প্রকাণ্ড প্রকাণ্ড বৃক্ষ সকল বিচূর্ণ করে ; চন্দ্র সূর্যের আলোকে পৃথিবী আলোকিত হয়। তাহারা ভৌতিক জগতের এই সমস্ত ব্যাপারের কারণ কিছুই নির্দেশ করিতে না পারিয়া বিস্মিত চকিত মনে এই সকল জড় বস্তুকেই ঈশ্বর বলিয়া পূজা করিয়া থাকে । এতদ্ব্যতীত । অনেকে বিকট আকার ভীষণ প্রকৃতি শ্বেত কৃষ্ণাদি বণের অশ্লীল উলঙ্গ বা কেীপীনধারী ঈশ্বর কল্পনা করিয়া থাকে। তাহাদের মধ্যে জ্ঞানের আলোচনা নাই, সকলেই জড় বুদ্ধি, জড়বস্তুকে ঈশ্বর বলিয়। মানিবে অথবা আপনারা যে প্রকার ঈশ্বরকেও সেই প্রকৃতির মনে করিবে, বিচিত্র