পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩ উপদেশ জাতি, কি ব্যক্তি সম্বন্ধে ধৰ্ম্ম নিয়মের ব্যতিক্রম হইতে পারে না । ঈশ্বর যেমন জগতের এক মাত্র অধিপতি, তেমন একবিধ নিয়মে তিনি রাজ্য শাসন করিতেছেন । তিনি ধনীর অট্টালিকায় যেমন চন্দ্র সূৰ্য্যকে উদিত করেন, দরিদ্রের পর্ণ কুটীরেও ; তাহার জল ধনীর পিপাসার শান্তি করে, দুঃখী কাঙ্গালেরও । তিনি এক শ্রেণীস্থ লোকের জন্য এক প্রকার ধৰ্ম্মের স্থষ্টি করিলেন, অন্য শ্রেণীর জন্য অন্তবিধ ; এক শ্রেণী ধৰ্ম্মের অধিকারী, অন্ত শ্রেণী নয় ; এরূপ পক্ষপাতী নিয়ম সেই পূর্ণ পবিত্র ঈশ্বরে নাই । শরীরের জন্য যেমন অন্ন জল, আত্মার জন্ত তেমন তিনি ধৰ্ম্মকে সাধারণ করিয়াছেন। তিনি ধনীর ঈশ্বর দরিদ্রের , ঈশ্বর, তিনি যেমন রাজার তেমন প্রজার, তিনি তোমার তিনি আমার, তিনি সকলের । ধনীর অট্টালিকায় তিনি, কৃষকের পর্ণ কুটীরেও তিনি। তিনি অনিত্য পার্থিব শরীরের প্রতি কেবল যত্ন করেন, আত্মার প্রতি করেন না ; দেশ ভেদে, শ্রেণী ও ব্যক্তি ভেদে উচ্চনীচ ধৰ্ম্মের স্বষ্টি করিয়াছেন ; কাহাকে কতগুলি ধৰ্ম্ম-নিয়ম পালনের অধিকারী করিয়াছেন, কাহাকে করেন নাই ; ইহা পরম হ্যায়বান ঈশ্বরের বিচারে কখন হইতে পারে না । মিথ্য বলা চুরি করা পাপ, কি সভ্য কি অসভ্য, কি জ্ঞানী কি মুর্থ যাহাকে জিজ্ঞাস কর, সকলেই এই কথা স্বীকার