পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ উপদেশ নাই, স্বাধীন কার্য্যের অনুষ্ঠান নাই । পশুপক্ষীদিগের জীবনে কেন উন্নতি দেখিতে পাই না ? সহস্ৰ বৎসর পূৰ্ব্বে তাহদের যে অবস্থা ছিল, এইক্ষণও তাহাই । তাহাদের স্বাধীনতা নাই, তাহারা প্রকৃতির অধীন, এজন্য । ধৰ্ম্ম, বিজ্ঞান, শিল্প আদিতে মনুষ্য সমাজ যে দিন দিন এত উন্নত ও অগ্রসর হইতেছে, কেবল স্বাধীনতা, প্রকৃতির উপর কর্তৃত্ব আছে বলিয়া । স্বাধীনতাতে মনুষ্যের গৌরব, অন্তরে যত স্বাধীন ভাবে ধৰ্ম্মের অনুসন্ধান ও সাধন করিবে, স্বাধীন ভাবে চিন্ত৷ করিবে, তত ধৰ্ম্ম জগতের সত্য সকল প্রকাশিত হইবে । অন্যথা কখনই নয় । পুস্তকের দাস, ব্যক্তিবিশেষের মতের দাস হইলে কি, তোমার ধৰ্ম্ম জীবনের মৃত্যু হইল । ধৰ্ম্মের যথার্থ সাধনা অন্তরে অন্তরে ধৰ্ম্মের সাধনা না থাকিলে বাহিরে ধৰ্ম্মের অনুষ্ঠান কিছুই নয় । হৃদয়ে ধৰ্ম্ম ভাব হইবে, বাহিরে তাহা প্রকাশ পাইবে ইহাই স্বাভাবিক । আমার মনে দয়ার উদ্রেক হইল, সেই ভাবের উত্তেজনায় দুঃখী বিপন্নের সাহায্য করিলাম, তাহ হইলে আমার যথার্থ দয়ার কার্য্য হইল । এইক্ষণ অনেকে সাধারণের নিকটে প্রশংসা পাইবার জন্য ধৰ্ম্মের অনুষ্ঠান করে, অসদুপায়ে