পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

こ8 উপদেশ ইন্দ্রিয় সুখ ব্যতীত, সাধুদিগের যে অন্য কোন উচ্চতর পবিত্র সুখ আছে, তাহাতে একেবারে যেন জ্ঞানই নাই । বাস্তবিক ধৰ্ম্মের সঙ্গে পাপস্রোত হিন্দুসমাজে ফে প্রকার প্রবাহিত হইতেছে, এরূপ পৃথিবীর কোন সম্প্রদায়ে নয়। আর্য্য মহর্ষিগণ এইক্ষণ আসিয়া যদি তাহাদিগের সন্তানদের এই শোচনীয় তুর্দশা দেখিতেন, ক্ৰন্দন ন! করিয়া থাকিতে পারিতেন না । সংসারই ধৰ্ম্ম সাধনার উপযুক্ত স্থান আমরা বনবাসী হইয়া একাকী ধৰ্ম্ম সাধনা করি, ঈশ্বর আমাদিগকে এরূপ প্রকৃতি প্রদান করেন নাই । ংসারে থাকিয়া পপি প্রলোভনের সঙ্গে সংগ্রাম করিতে হইবে। প্রলোভনের ভয়ে সংসার ছাড়িয়া পলায়ন, পাপ জয় করা নয় । সংসারে পাপকে পরাজয় করাই মহত্ত্ব ও ধৰ্ম্ম বীরের কাষ । পলায়ন করা কাপুরুষের কার্য । পাপ মনে, পলায়ন করিয়াও তাহা হইতে মুক্ত হওয়৷ যায় না। পূৰ্ব্বতন ঋষিগণ সংসার হইতে দূরে থাকিয়! নির্জনে ধৰ্ম্ম সাধন করিতেন, তাহারা বনে থাকিয়াও সামান্ত কারণে পাপে বার বার পতিত হইয়াছেন । । এক জনে একটু অনাদর করিল, অমনি রাগ করিয়া অভিসম্পাত করিলেন, একটা সুন্দরী স্ত্রী দেখিলেন, তাহাতেই ভুলিয়। তাহার প্রতি আসক্ত হইলেন, পুরাণাদির