পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম ও নীতি • - \రి মনুষ্যের বিরোধী, তিনি ঈশ্বরের বিরোধী ; যিনি বলেন আমি নরনারীকে প্রেম করিতে পারি না, ঈশ্বরকে প্রেম করি, তিনি মিথ্যাবাদী ! সাধারণ নীতির অভাব এইক্ষণ প্রায় কোন পরিবারে শান্তি সদ্ভাব নাই । প্রত্যেক পরিবার পরস্পর বিবাদ, কলহ, রাগ, বিদ্বেষের আগুনে জ্বলিতেছে । ভ্ৰাতায় ভ্ৰাতায় প্রণয় নাই, ভগিনীতে ভগিনীতে সদ্ভাব নাই, পরস্পরে বিশ্বাস নাই । কে কাহাকে নির্যাতন করিবে তাহারই চেষ্টা । মিথ্যা, জাল, প্রবঞ্চনা, লোকের যথার্থ স্বত্বের হানি করা, এক্ষণ আর পাপের মধ্যে গণ্য হইতেছে না । পশু পক্ষীদিগের মধ্যেও স্বজাতীয়ে স্বজাতীয়ে সদ্ভাব আছে ; শত শত পশু, শত শত পক্ষীকে নিৰ্ব্বিবাদে পরস্পরের প্রতি অনুরাগী হইয়া একত্র বাস, একত্র বিচরণ করিতে দেখা যায়। কিন্তু কি পরিতাপের বিষয়, মনুষ্যের মধ্যে তাহ পাওয়া দুর্ঘট হইল । যেখানে পাচজন মনুষ্য, সেখানেই দেখ কেমন আসার বিষয় নিয়া দলাদলির ঘোট, পরস্পরের প্রতি হিংসা । ধৰ্ম্ম যাজকেরা এইক্ষণ ইহা নিয়াই মত্ত, . র্তাহাদের জ্ঞান ধৰ্ম্ম জপ তপস্যার পরিণাম দলাদলি হইয়াছে । যেখানে জীবন্ত ঈশ্বরের উপাসনা নাই,