পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ - উপদেশ সেখানেই এই তুর্গতি হইবে আশ্চর্য নয়। আমরা চির পরাধীন দুঃখী বাঙ্গালী, না আছে জ্ঞান, না আছে সভ্যতা, না আছে ধনবল, দেহবল ৷ সকল দেশের লোকের নিকট হেয় হইয়া রহিয়াছি । তাহার মধ্যে যদি আবার হিংসা দ্বেষ বিবাদ বিসম্বাদ করিয়া মরি, তবে উপায় কি হইবে । অনেক অভিভাবক বালক বালিকা ক্রোধী ছবির্বনীত অসচ্চরিত্র বলিয়া আক্ষেপ করেন । তজ্জন্ত তাহাদিগকে সময়ে সময়ে কঠোর শাসনও করিয়া থাকেন । কিন্তু বালকদিগের স্বভাব বিগড়িয়া যাওয়ার কারণ র্তাহারা। র্তাহারা যেরূপ দৃষ্টান্ত প্রদর্শন করেন, শিশুগণ তাহারই অনুকরণ করে । র্তাহারা সদষ্টান্ত দেখাইতেছেন না, বালকগণ সৎ হইবে কেন ? বিদ্যালয়ে দুই ঘণ্টা জ্ঞান উপদেশ পাইলে কি হইবে ? যদি ঘরে আসিয়া দেখে মাত মিথ্যা কথা বলিতেছেন, পিতা ক্রোধী অহঙ্কারী, ভ্ৰাতায় ভ্ৰাতায় ভগিনীতে ভগিনীতে হিংসা দ্বেষ, সত্যের প্রতি সমাদর নাই, ঈশ্বরে ভক্তি নাই, তৰে কেমন করিয়া শিশুর ভাল নীতি হইবে ? বালকের স্বভাবতঃ অনুকরণ প্রিয়, যাহা দেখে তাহাই শিখে । যদি সন্তানসন্ততিদিগের কল্যাণ চাও, তবে নিজে ভাল হও, সাধু দৃষ্টান্ত প্রদর্শন কর । -