পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম ও নীতি రిరి নারীজাতির প্রতি ব্যবহার । অতি প্রাচীন কাল হইতেই এদেশের স্বেচ্ছাচারী দুৰ্ব্বত্ত পুরুষেরা দুৰ্ব্বলা অবলাদিগের প্রতি অত্যাচার করিয়া আসিতেছে। তাহাদিগকে জ্ঞান, ধৰ্ম্ম, স্বধীনতার উচ্চ অধিকার হইতে বঞ্চিত রাখিতেছে। তাহারা যেন পুরুষের সেবার জন্য — কেবল দাসীবৃত্তি দ্বারা জীবন যাপন করিবার জন্য স্থষ্ট হইয়াছেন, অনেক পুরুষের এই জঘন্য সংস্কার । ভাৰ্যার প্রতি পবিত্র ভাবে দৃষ্টি নাই, দাম্পত্য প্রেমে পবিত্রতা নাই, বিবাহের উচ্চ উদ্দেশ্য, গুরুতর প্রতিজ্ঞ ও দায়িত্বের প্রতি পুরুষদিগের কিছুমাত্র দৃষ্টি নাই । তাহারা স্ত্রীকে আপনার ভোগস্থখ সাধনের সামগ্ৰী স্বরূপ, গৃহদাসী স্বরূপ রাখিয়া তাহার জীবনের । বিড়ম্বন করিতেছে । কেবল তাহা করিয়া সন্তুষ্ট থাকিলেও হইত, অনেক হ্রাচার স্বামী সহধৰ্ম্মিণীর প্রতি বিশ্বাসঘাতকতা করিয়া কুলটা পিশাচীদিগের প্রণয়ে জীবনকে কলুষিত করিতেছে। বাস্তবিক অনেক স্বেচ্ছাচারী পুরুষ এক একটি উপায়-হীন সরলা অবলাকে বধ করিতেছে। এক ধৰ্ম্ম মনুষ্যকে শাসনে রাখিতে পারে, সমাজে সেই ধৰ্ম্মের শাসন কিছু মাত্র নাই । অসার অনর্থ বিষয় লইয়া, কত দলাদলী হয়, কিন্তু ব্যভিচার, পাপে যে দেশের মহাদুৰ্গতি হইতেছে, তাহার প্রতি কেহ ভ্ৰক্ষেপও