পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○8 .* উপদেশ করেন না । শাসন করিবে কে ? ধৰ্ম্মযাজকগণের তে: তাহাতে উপার্জন পথ বন্ধ হইতেছে না ? তাহাদিগের তাহাতে দৃষ্টি পড়িবে কেন ? আবার অনেক স্থলে অনেক ধৰ্ম্মযাজক স্বয়ংই শিস্য যজমান পত্নীর ধৰ্ম্ম নষ্ট । করিতেছেন, এস্থলে উপায় কি ? হায় ! কি শোচনীয় অবস্থা। একজন ষাট সত্তর বৎসর বয়সের পুরুষ ইচ্ছা করিলে গণ্ডায় গণ্ডায় বিবাহ করিতে পারিবেন, একটি স্ত্রী পাচ বৎসর বয়সে বিধবা হইলে সে আর যাবজ্জীবন পরিণয়ের অধিকারী নয় । কি স্বেচ্ছাচারিতা, স্ত্রীজাতির প্রতি কি কঠোর শাসন ! স্ত্রীলোকেরা যেন মানুষ নয়, র্তাহাদের যেন ইন্দ্রিয় নাই, মন, নাই । এই সকল কুনীতিতেই ব্যভিচার ও সস্তানহত্যা পাপে দেশ উৎসন্ন । হইতেছে । - স্থরাপান এই গ্রামের অনেক যুবকের মধ্যে পানদোষের অত্যন্ত প্রাবল্য । তাহারা নিজে সুরাবিষ পান করিয়া মরিতেছেন, কুদৃষ্টান্ত দ্বারা অপর কত যুবক ও বালকের সৰ্ব্বনাশ করিতেছেন । আমি তাহাদিগকে বিনয় করিয়া বলি, তাহার এই গরল পান করিয়া আর আত্মহত্যা করিবেন না, অন্তকেও মারিবেন না । স্বরাপানে যে জনের অকাল