পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম ও নীতি \98 মৃত্যু, চির দারিদ্র্য, রোগযন্ত্রণা ভোগ করিতে হইয়াছে, কত পরিবার ছারখার হইয়াছে, কত ভদ্র যুবা মনুষ্যসমাজে নীচ পশুর ন্যায় ঘৃণিত হইয়াছে, তাহার দৃষ্টান্তের অভাব নাই । এদেশে জন্মগ্রহণ করিয়া এদেশের অন্নজলে প্রতিপালিত হইয়া মাতলামী করিয়া এদেশকে আর দুঃখের জলে ভাসাইবেন না । জন্মভূমির প্রতি একটু কৃতজ্ঞ হউন। আত্মীয় স্বজন ও দেশীয় লোকের এবং নিজের কল্যানের জন্য সাবধান হউন । উপসংহার আমার বক্তব্য শেষ হইয়া আসিয়াছে, এইক্ষণ আপনাদিগের নিকটে মিনতি করি, আমি যাহা কিছু বলিলাম, আপনারা একবার মনে মনে আলোচনা করিয়া দেখিবেন । যদি আমার কথাগুলি সত্য হয়, অনুরোধ করি, তাহ প্রতিপালন করিবেন, অসত্য হইলে পরিত্যাগ করিবেন। একজন দুঃখী লোক কয়েকটা কথা বলিয়াছে, ইহাতে উপেক্ষা করিবেন না । আপনাদের চরণ ধারণ করিয়া আর একটী মিনতি করিতেছি, আপনার অন্ততঃ দিনান্তে একবার যিনি আপনাদিগকে স্বষ্টি করিয়ছেন, পালন করিতেছেন, স্নেহ প্রেম করিতেছেন, র্তাহাকে ডাকুন । ব্রহ্ম বলিতে আপনাদের আপত্তি থাকে,