পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অসম্ভব সম্ভব শান্তি কুটার, কলিকাতা রবিবার, ২৩শে পৌষ, ১৮১৬ শক ; ৬ই জানুয়ারী, ১৮৯৫ খ্ৰীষ্টাব্দ ব্ৰহ্মজ্ঞান, বিশুদ্ধ ধৰ্ম্মবুদ্ধি, পরিষ্কার চিন্তা, নিৰ্ম্মল প্রতিভা, গভীর ভক্তি, নির্দোষ চরিত্র উপার্জন করিলে মানুষ খুব উচ্চ অধিকার লাভ করে ; কিন্তু ইহাতে জগতের উপকার কি ? ইহাতে কি অসম্ভব সম্ভব হয় ? যদি অসাধ্যসাধন না হইল, যাহা স্বাভাবিক এবং সাধারণ কেবল তাহাই ঘটিল, যাহা স্বভাবের বহিভূত তাহা ঘটিল না, তাহা হইলে মানুষ ধৰ্ম্মকে অতি সামান্য বস্তু মনে করিবে । বিশ্বাস ও ভক্তির সহিত গ্রহণ করিবে না । যতই কেন নীতি বিজ্ঞানের উন্নতি হউকনা, মানুষ অসম্ভব ঘটনার আশা করিবে, অসাধ্য সাধনের জন্য প্রতীক্ষা করিবে ; আর যদি তাহাদের আশা বিফল হয়, তাহা হইলে ধৰ্ম্ম ত্যাগ করবে । আমি বলিতেছি অসম্ভব সম্ভব হইয়া থাকে । পুরাণে বলে এককালে ধৰ্ম্মাত্মাগণ অন্ধকে চক্ষুদান, মৃতকে জীবনদান করিতেন, কোথাও বা পাঁচখণ্ড রুটাকাতে পঞ্চ